দুই কোরিয়া এক সময়

বিশ্বচরাচর ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিল রেখে এবার সময়ও বদল করেছে উত্তর কোরিয়া। গত ৪ মে রাত ১১টা ৩০ মিনিটে উত্তর কোরিয়ার ঘড়ির কাঁটা ৩০ মিনিট বাড়িয়ে দেয়া হয়।
ফলে ওই সময়ই মধ্যরাত আসে উত্তর কোরিয়ায়। কেসিএনএ সংবাদ সংস্থা বলছে, দুই কোরিয়ার এক হওয়ার পথে এটি প্রথম বাস্তব পদক্ষেপ।
পিয়ংইয়ংয়ের সময় দক্ষিণ কোরিয়া ও জাপানের চেয়ে আধা ঘণ্টা পেছানো ছিল। ২০১৫ সালে উত্তর কোরিয়া ‘জাপানি সাম্রাজ্যবাদীদের’ বিরুদ্ধে অবস্থান নিয়ে অতিরিক্ত ৩০ মিনিটের বিষয়টি তুলে ধরে।
কোরীয় উপত্যকা জাপানের অধীনে থাকার সময় টোকিওর সঙ্গে মিল রেখে উত্তর কোরিয়ার সময় বদলানো হয়। দক্ষিণ কোরিয়া গ্রিনিচ সময় থেকে ৯ ঘণ্টা এগিয়ে। ১৯৫০ সালে জাপানের সময় থেকে দক্ষিণ কোরিয়াও সরে আসে।