ঠিকানা অনলাইন : বেবি বাম্পের ছবি প্রকাশের পর আলোচনায় শবনম বুবলী। শোনা যাচ্ছে, কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। তবে অভিনেত্রীর একাধিক ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, মেয়ে নয়, ছেলেসন্তানের মা হয়েছেন তিনি। তবে বিয়ে ও সন্তানের বিষয়ে কোনো কিছু খোলাসা করেননি বুবলী।
একটি সূত্রে জানা গেছে, দুই বছর আগেই শাকিবের সন্তানের মা হয়েছেন বুবলী। অপু বিশ্বাসের মতো তিনিও পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সেই ছেলের নাম রাখা হয়েছে শেহজাদ খান।
সূত্রমতে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমা মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শাকিব খানের এই সন্তানের জন্ম হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বুবলীর এক ঘনিষ্ঠজন জানান, বুবলীর ছেলে শেহজাদ খানের বয়স এখন দুই বছরের বেশি।
এর আগে ২৭ সেপ্টেম্বর সাংবাদিকদের বুবলী বলেন, আমি আরো কিছুদিন সময় চাই। এসব নিয়ে কথা বলতে আমার আরো প্রস্তুতি দরকার। তবে এটুকু বলব, আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে।
তিনি বলেন, আজ যেহেতু অন্য একটি সিনেমার শুটিংয়ে আছি, তাই আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের বিরক্ত করতে চাচ্ছি না। যেহেতু বিষয়টা সেনসিটিভ, আমি কয়েক দিনের মধ্যে সবকিছু আপনাদের জানাব।
ঠিকানা/এনআই