দুই মাসে একগুচ্ছ অনুষ্ঠান : জ্যাকসন হাইটসে বিপার মেলোডি অ্যান্ড রিদম

ঠিকানা রিপোর্ট : বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টসের (বিপা) মেলোডি অ্যান্ড রিদম অনুষ্ঠান ২৮ আগস্ট বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত হয়। এতে বিপার শিল্পীবৃন্দ এবং নিউইয়র্কের বিভিন্ন এলাকার আমন্ত্রিত শিল্পীদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন। অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশিত হয়। গানের তালে তালে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নৃত্য পরিবেশন করেন। সংগীত পরিবেশনায় ছিলেন বিপার শিল্পীবৃন্দ এবং সংগীতশিল্পী সবিতা দাস, চন্দন চৌধুরীসহ বিভিন্ন শিল্পী। অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। চন্দন চৌধুরী একটি ব্যতিক্রমী গান পরিবেশন করেন। তার গানের সাথে দর্শকরা নৃত্য পরিবেশন করেন ও বিপার এ্যানি ফেরদৌসীসহ অন্যরাও অংশ নেন।
এ্যানি ফেরদৌসী বলেন, আমরা বিপার জন্য ফান্ড পেয়েছি। তাই মেলোডি ও রিদম অনুষ্ঠান করেছি। এ ছাড়া সেপ্টেম্বর ও অক্টোবরে বিভিন্ন অনুষ্ঠান হবে। বিভিন্ন প্রশিক্ষণও আমরা দেব। আমরা সমকামীদের নিয়েও কাজ করব। আমাদের কমিউনিটিতে সমকামিতা আছে, এটি অস্বীকার করার উপায় নেই। তাই বলব, এ বিষয়ে সচেতনতা তৈরি করা দরকার। পাশাপাশি সমকামিতার বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করব। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এসব কর্মসূচি হবে। আমরা এখন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দুই মাসের কর্মসূচি ঘোষণা করছি। আগামীতে আরো অনুষ্ঠানের ঘোষণা করব।
উল্লেখ, জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজাতে “বর্ণে ছন্দে গীতিতে” শিরোনামের এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সবিতা দাস, চন্দন চৌধুরী, নাজমা ইসলাম, প্রিতিজা পারমিতা। এই অনুষ্ঠানের জন্য সহায়তা করেছে পাবলিক ফান্ড ফর্ম দ্য নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কালাচারাল অ্যাফেয়ার্স। অনুষ্ঠানে ছিল বাংলা ফোক গান, আধুনিক গান এবং নৃত্য পরিবেশনা। বিপার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি ২৮ আগস্ট বাংলাদেশি লেডিস ক্লাসের উদ্যোগে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নকশিকাঁথা সেলাই এর অয়োজন করা হয়। বলা হয় আসুন একসাথে সেলাই করি এবং কাঁথা সেলাই শিখি। বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলে এই অনুষ্ঠান । সেখানে বিপার অনুষ্ঠানে আগত অতিথিরা কাঁথা সেলাইয়ের অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশের কাঁথার ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি এটি কমিউনিটির ও মূলধারার সকলের সাথে পরিচিত করানোও একটি উদ্দেশ্য ছিল।