গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হলেও চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে আজ সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দুই সিটির নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করার কথা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দলটির মনোনয়ন বোর্ডের সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানান।
রোববার বিএনপির মনোনয়ন বোর্ডে দুই সিটি নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এমনকি কোনো প্রার্থীকে ভোটের প্রস্তুতি নিতেও বলা হয়নি।
তবে আগামী ১৫ মে সিটি নির্বাচনে গাজীপুরে বর্তমান মেয়র অধ্যাপক আবদুল মান্নান এবং খুলনার বর্তমান মেয়র মনিরুজ্জামান মনি চূড়ান্ত ছিল। কিন্তু আবদুল মান্নান অসুস্থ থাকায় গাজীপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারের সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনায় নজরুল ইসলাম মঞ্জুর সিদ্ধান্তকে প্রাধান্য দেবে দল। যদিও তিনি নির্বাচনে আগ্রহী নন বলে জানান।
এদিকে খুলনা সিটি নির্বাচনে বর্তমান মেয়র মনিরুজ্জামান মনিকে স্থানীয় বিএনপির একটি গ্রুপ মেনে না নেয়ার এ জটিলতা দেখা দেয়।
রোববার দলীয় প্রতীক প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ হয়েছে। তবে এখনও প্রার্থী চূড়ান্ত করিনি। পরে সংবাদ সম্মেলন করে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে।