দুর্নীতির দায়ে চেয়ারম্যানের ৬ বছর কারাদণ্ড

যশোর : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নিকে ছয় বছর জেল দিয়েছে আদালত। মিথ্যা তথ্য ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ঢাকার বিশেষ জজ আদালত (৭) এর বিচারক শহিদুল ইসলাম গত ১২ জুলাই এই রায় দেন। মামলাটি ২০০৯ সালে করা হয়েছিল। রায়ে আদালত মুন্নির এক কোটি ৭৮ হাজার ১৩৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তও করেছেন। রায় ঘোষণার সময় মুন্নি আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার রায়ে দুর্নীতি দমন আইনের দুইটি ধারায় পৃথকভাবে তিন বছর করে সাজা দেওয়া হয়েছে মুন্নিকে। তবে এই সাজা একযোগে চলবে বলেও উল্লেখ করা হয়েছে। সাবিরা নাজমুল মুন্নি আদালতের রায় বিপক্ষে যাওয়ার কথা সাংবাদিকদের নিশ্চিত করেন। তবে ঠিক কী রায় হয়েছে, তা তিনি জানতে পারেননি বলে জানান। অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। আইনজীবীর মাধ্যমে মেডিকেল ডকুমেন্ট পাঠিয়েছিলেন।
তিনি বেলা পৌনে ১টায় বলেন, ‘এই মামলায় আমাকে সাজা দেওয়ার কোনো সুযোগ নেই। আমি যে নির্দোষ, তার সমস্ত কাগজপত্র আদালতে সাবমিট করা হয়েছে। তা সত্ত্বেও রায় আমার বিরুদ্ধে গেছে। আমি মনে করছি, এর পেছনে সরকারের চাপ রয়েছে। আগামী সপ্তাহেই আমি উচ্চ আদালতে যাব।’ সাংবাদিকদের মুন্নি আরো জানান, স্পাইনাল কর্ডের ব্যথায় তিনি কাতর। আদালতে যাওয়ার মতো শারীরিক অবস্থা নেই।