ঠিকানা রিপোর্ট : সাম্প্রতিক কালে প্রাকৃতিকসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিশেষ সহায়তা দিচ্ছে ইউএসসিআইএস। সংস্থাটি বলছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিদেশে প্রাকৃতিক দুর্যোগের শিকার ব্যক্তিদের সাহায্য করছে। পাকিস্তানে বন্যা, পুয়ের্তো রিকোতে হারিকেন ফিওনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা বিশেষ সুবিধা পেতে পারেন। এই সুবিধা পেতে সংশ্লিষ্ট ব্যক্তিকে ইউএসসিআইএসের কাছে আবেদন করতে হবে। ইউএসসিআইএস থেকে গত ২১ সেপ্টেম্বর এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করে বলা হয়েছে, আবেদনকারী সহায়তার অনুরোধ জানালে তাকে ব্যাখ্যা করতে হবে তিনি কীভাবে অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার হয়েছেন। যদি আবেদনকারীর ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়, তাহলে তিনি ইউএসসিআইএসের বিশেষ সহায়তা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। আবেদন করার জন্য ইউএসসিআইএসের সাইটে গিয়ে ফরম ফিলআপ করে তা জমা দিতে হবে।
- বিজ্ঞাপন -