প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী ও ওপার বাংলার নন্দিত নায়িকা ঋতুপর্ণার হঠাৎ দেখা হলো এফডিসিতে। পাশাপাশি দুটি ফ্লোরে শুটিং চলছিল আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ এবং উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’র। শুটিংয়ের ফাঁকেই মৌসুমী ও ঋতুপর্ণা একে অন্যের সঙ্গে দেখা করেন। ঋতুপর্ণার ‘একটি সিনেমার গল্প’ এবং মৌসুমীর ‘আমি নেতা হবো’-দুটি চলচ্চিত্রই মুক্তির অপেক্ষায় আছে। ঋতুপর্ণার সঙ্গে দেখা হওয়ার পর মৌসুমী বলেন, ‘ঋতু আমার খুব ভালো একজন বন্ধু। ঢাকায় এলেই আমাদের যোগাযোগ হয়। আমরা একে অন্যের সঙ্গে দেখা করি, গল্প করি। আবার একসঙ্গে শপিংয়েও যাই। সব মিলিয়ে দুজনের বেশ ভালো সময় কাটে। অভিনেত্রী হিসেবে নিঃসন্দেহে ঋতু একজন বড় মাপের অভিনেত্রী। দুই বাংলাতেই তার জনপ্রিয়তা রয়েছে।’
ঋতুপর্ণা বলেন, ‘মৌসুমীর সঙ্গে আমার সম্পর্কটা বলা যায় পারিবারিক। মৌসুমী, ফেরদৌস আমার ভালো বন্ধু। তাই ঢাকায় এলেই তাদের সঙ্গে আমার দেখা হয়। মৌসুমী বড় মনের একজন মানুষ। দীর্ঘ সময় ধরে সে ভালোভাবে কাজ করে যাচ্ছে। আমি সব সময়ই তার জন্য আশীর্বাদ করি সে যেন ভালো থাকে, সুস্থ থাকে।’
ঋতুপর্ণা বর্তমানে কমলেশ্বরের নির্দেশনায় ‘গুডনাইট সিটি’ চলচ্চিত্রের কাজ করছেন কলকাতায়। এতে তার বিপরীতে আছেন শ্বাশত। এই চলচ্চিত্রে ঋতু একজন বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করছেন। ‘একটি সিনেমার গল্প’ প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘আলমগীর ভাই অভিনেতা হিসেবে বড় মাপের অভিনেতা। নির্মাতা হিসেবেও আমি বলব অসাধারণ। তার নির্দেশনা দারুণ উপভোগ করেছি। আমি চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী।’
এ দিকে মৌসুমী ইস্পাহানী আরিফ জাহানের নির্দেশনায় ‘নায়ক’ চলচ্চিত্রের শুটিং নিয়েও ব্যস্ত আছেন। এতে তার বিপরীতে আছেন অমিত হাসান। এ ছাড়া মৌসুমী এরই মধ্যে শেষ করেছেন ফেরদৌস প্রযোজিত ‘পোস্টমাস্টার ৭১’ চলচ্চিত্রের কাজ।