দেনমোহর হিসেবে ১০১টি বই চান কনে, বরও রাজি

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : প্রেম থেকে বিয়ের পিঁড়িতে বসছেন নিখিল-সান্ত্বনা জুটি। আর বিয়েতে কনে সান্ত্বনা খাতুন দেনমোহর হিসেবে দাবি করেছেন পছন্দের লেখকদের ১০১টি বই। তা দিতে রাজি তরুণ কবি নিখিল নওশাদ।

১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বর নিখিলের বোনের বাড়িতে জেলার ধুনটের বড়িয়াগ্রামে।

বর নিখিল নওশাদ এক দশক ধরে লেখালেখির সাথে যুক্ত এবং বিরোধ নামে একটি ছোট কাগজের সম্পাদনা করেন। এর পাশাপাশি একটি বেসরকারি কোম্পানির বিক্রয় কর্মকর্তা হিসেবে কাজ করছেন। তার বাড়ি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের সাতরাস্তা গ্রামে।

অন্যদিকে সান্ত্বনা খাতুন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসার ইংরেজির শিক্ষক হিসেবে কর্মরত। সান্ত্বনা সোনাতলা উপজেলার কামালেরপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে।

এর আগে দেনমোহরের ১০১টি বই কিনতে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের পর শহরের টেম্পল রোডস্থ পড়ুয়া লাইব্রেরিতে যান তারা। তবে শুক্রবার বিয়ের দিন দেনমোহরের ১০১টি বই দিয়ে শোধ করতে পারেননি বর। কারণ দেনমোহরের মাত্র ৭০টি বই তারা সংগ্রহ করতে পেরেছেন। বাকি ৩১টি বই পরে কিনে দেবেন বলে জানিয়েছেন।

তাদের প্রেমের গল্পটা একটু অন্য রকম। কবিতার সূত্র ধরে বেশ কিছুদিন আগে সান্ত্বনা খাতুনের সাথে পরিচয় হয় নিখিল নওশাদের। তারপর পরিচয়টা বদলে তৈরি হয় প্রেমের সম্পর্ক। তারপর তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার।

কবি নিখিল নওশাদ বলেন, বইপ্রেমী সান্ত্বনা খাতুন। কবিতার মধ্য দিয়ে তাকে খুঁজে পাই। বন্ধু থেকে প্রেম। তারপর সিদ্ধান্ত সারা জীবন একসাথে পার করার। আর দুজন মিলে সিদ্ধান্ত নিই বিয়ে করার। তাই বিয়েতে তাকে দেনমোহর হিসেবে সোনা, হীরা, জহরত নয়; বরং দিতে হবে ১০১টি বই। আমিও রাজি। বই আমাদের বন্ধন তৈরি করে দিয়েছে। আমরা সেই বইকে ভালোবেসে এগিয়ে যেতে চাই। আর তাই সান্ত্বনা খাতুনের দেওয়া তালিকা অনুযায়ী ১০১টি বই কিনবেন তিনি। দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিকের এসব বই কিনতে হবে তাকে।

বিয়ের বিষয়ে সান্ত্বনা খাতুন বলেন, বিয়েতে ব্যতিক্রম কিছুই হচ্ছে। বই পড়তে ভালো লাগে। আর বই পড়তে গিয়ে কবি নিখিলের কবিতার প্রেমে পড়ে যাই। তা থেকেই এগিয়ে চলা আমাদের। দোয়া চাই সকলের কাছে।

দেনমোহরের বইতে কোন কোন লেখকের বই থাকছে তার বিষয়ে তিনি বলেন, বিয়ের পর পারিবারিক একটা গ্রন্থাগার গড়ার স্বপ্ন রয়েছে। সেই গ্রন্থাগার শুরু হবে দেনমোহরের বই দিয়ে। তাকে তাকে সাজানো থাকবে বইগুলো। পছন্দের ১০১টি বইয়ের তালিকায় রয়েছে প্রিয় লেখক কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মশাররফ হোসেন, সমরেশ মজুমদার, হাসান আজিজুল হক, সুনীল গঙ্গোপাধ্যায়, শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডস, ডব্লিউ.বি. ইয়েটসসহ দুই বাংলার জনপ্রিয় ও বিদেশি লেখকের বই।

ঠিকানা/এনআই