দেশটা জুড়ে একই সুরে

সুব্রত চৌধুরী

দেশটা জুড়ে আঁধার ফুঁড়ে
দেয় যে ওরা হানা,
প্রেম ও প্রীতি, ভয় ও ভীতি
মানতে তাদের মানা।

মাথার ওপর নেতার টোপর
কার যে আছে সাধ্য?
নেতার হুকুম মানতে ওরা
দিনে-রাতে বাধ্য।

ফন্দি আঁটে নিত্যনতুন
হামলে পড়ে ঝুপ,
হাসিখুশি মুখটি বোনের
যায় হয়ে যায় চুপ।

বরকে তেড়ে বেঁধে মেরে
বউকে নেয় যে লুটে,
ইজ্জত কেড়ে দেয় যে ছেড়ে
স্বপ্ন যায় যে টুটে।

ব্যথায় কাতর, শোকে পাথর
মলিন মুখের হাসি,
দেশটা জুড়ে একই সুরে
দাবি, ফাঁসি! ফাঁসি।
-নিউজার্সি।