চাষী সেলিম নঈম : তালপাতার টুপি মাথায় সফেদ পাঞ্জাবি গায়
ধীরে ধীরে এগিয়ে এলেন জনতার মঞ্চে এক মানব
মুষ্টিবদ্ধ হাতে বজ্রকণ্ঠে বলে উঠলেন খামোশ।
সেদিনই সম্মোহিত হয়েছিল এক যুবক
মনের ভেতর সেই থেকে ধারণ করেছিল
মজলুম জননেতার আদর্শ।
হয়েছিল শামিল মেহনতি মানুষের মুক্তির মিছিলে
রাজনীতির পথ ভ্রমণে হেঁটেছে অনেক দূর
বাষট্টি থেকে উনসত্তর অতঃপর এল একাত্তর
শুরু হলো বাঙালির মুক্তির লড়াই মুক্তিযুদ্ধ।
গর্জে উঠল অস্ত্র হাতে সেই সাহসী যুবক
বর্বর পাক সেনাদের যমদূত হয়ে
ক্র্যাক প্লাটুনের দুর্ধর্ষ গেরিলা
সারা বিশ্বকে জানিয়ে দিয়েছিল
এ দেশের স্বাধীনতা আর বেশি দূরে নয়।
পাক শাসকের মসনদ গ্রেনেডের বারুদে পুড়িয়ে
মুক্ত করল প্রিয় স্বদেশ
সৃষ্টি হলো পৃথিবীর বুকে নতুন মানচিত্র
বাংলাদেশ।
অতঃপর দেশমাতৃকার সূর্যসন্তান
ফিরে এল বীরের বেশে সদ্য স্বাধীন দেশে
রণাঙ্গনের উত্তাপে অস্থির যুবসমাজকে
দিলেন ডাক ক্রীড়াঙ্গনের সবুজ মাঠে
মুখরিত হলো সবুজ ক্রীড়াঙ্গন।
যুব মানসে জেগে উঠল দেশপ্রেম
এল নবচেতনা সামাজিক আন্দোলনে,
দিগ্্ভ্রান্ত যুবসমাজ পেল আলোর দিশারি
দেশ পেল এক উদ্যোগী ক্রীড়া সংগঠক।
জাতির স্বপ্ন আর প্রাপ্তির মধ্যে
ক্রমশ সৃষ্টি হলো ব্যবধান
অস্থির হয়ে উঠল রাজনীতির আকাশ
শোকাবহ পঁচাত্তরের আগস্ট, বিয়োগান্ত একাশির মে
দেশ হলো রক্তাক্ত জাতি হলো ক্ষত-বিক্ষত
নতুন করে মঞ্চস্থ হলো পলাশীর প্রান্তর
ষড়যন্ত্রের কালো অন্ধকার সুড়ঙ্গ দিয়ে
আবার এল এ বদ্বীপে নব্য স্বৈরাচার
স্বাধীনতার স্বপ্ন হলো বিপন্ন
হরণ হলো মানুষের অধিকার
কিন্তু সাধ্য কার এই বীর জাতিকে রুখবার
রাজপথে নেমে এল প্রতিবাদী ছাত্র-জনতার মিছিল
সেই যুবক এবার এল বিজয়কেতন উড়িয়ে
সার্বভৌমত্বের রক্ষাকবচ জাতীয়তাবাদের পতাকা হাতে
বিজয় হলো জনতার, পরাভূত হলো স্বৈরাচার।
সেই থেকে যুবক হয়ে উঠলেন গণমানুষের নেতা
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জনতার প্রতিনিধি
তার প্রিয় শহর ঢাকার নগরপিতা।
শপথ নিলেন এ দেশ এ সমাজ বিনির্মাণের
যে স্বপ্ন তিনি দেখেছিলেন
একাত্তরে স্বাধীনতার ঊষালগ্নে
এখানেও তিনি সার্থক জনগণের সেবকরূপে।
এ মানবজীবনে মরণব্যাধি হঠাৎ ঘটাল ছন্দপতন
বিদীর্ণ হলো জন্মভূমি, জাতি হলো শোকাহত,
অবশেষে নিঃশঙ্কচিত্তে বিধাতার ডাকে সাড়া দিয়ে
কালের যাত্রার যাত্রী হলেন মুক্তিযুদ্ধের বরপুত্র।
অগণিত মানুষের বিনম্র শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে
বীরের মর্যাদায় চিরনিদ্রায় সমাহিত হলেন
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রিয় সবুজ জমিনে।
আসবে না আর ফিরে এ মর্ত্যলোকে
আছেন তিনি ইতিহাসের পাতায়
এ মাটির আত্মার আত্মীয় হয়ে
পরম সযত্নে মানুষের হৃদয়কুসুমে।
তার আদর্শ উদ্ভাসিত উত্তোলিত ঐ পতাকায়
সবুজের বুকে লাল সূর্য হয়ে জ্বলছে।
তার মৃত্যু নেই, তিনি যে মৃত্যুঞ্জয়ী
বীর মুক্তিযোদ্ধা জননেতা সাদেক হোসেন খোকা।