ঠিকানা অনলাইন : দেশের রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত কয়েক দিনে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে সংঘর্ষের প্রেক্ষাপটে গতকাল রবিবার ঢাকায় অবস্থিত ইইউ কার্যালয় এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, ‘ইইউয়ের সদস্য দেশগুলোর ঢাকা মিশন সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। এ অবস্থায় শান্তিপূর্ণভাবে ও আইন মেনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উদাত্ত আহ্বান জানাচ্ছে।’
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। অন্যদিকে তাদের কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। এর মধ্যে গত শনিবার ইউনিয়ন পর্যায়ে যুগপৎ আন্দোলনের পদযাত্রা কর্মসূচিতে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে।
ঠিকানা/এম