ঠিকানা অনলাইন : দেশের প্রায় ১৯টি জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। এ ছাড়া ১৪ এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। আজ বা কালের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়লেও পরবর্তী ৭২ ঘণ্টা পর আরও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৭ জানুয়ারি শনিবার সকালে আবাহওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আজ ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা ও বরিশাল জেলা ও রাজশাহী বিভাগের ৮টি জেলা রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাটের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া যশোরে ৮.৬, মাদারীপুরে ৯.০, রাজশাহীতে ৯.১, কুমারখালীতে ৯.৩, ঈশ্বরদীত ও দিনাজপুরে ৯.৪, ফরিদপুর, বরিশাল, তেঁতুলিয়া ও বদলগাছীতে ৯.৫, সৈয়দপুরে ৯.৬, নিকলী ও সাতক্ষীরায় ৯.৮, তাড়াশে ১০.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ার কারণে সারা দেশে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ঠিকানা/এনআই