ঠিকানা অনলাইন : দেশে গত জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৫৬ জন এবং সর্বোচ্চ ৩৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে এত মৃত্যু আর কখনো হয়নি।
১ জুলাই শনিবার এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে তিনজনের মৃত্যু হয়েছে, তাতে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৫০ জনে। বর্ষা মৌসুম শুরুর আগেই এবার দেশে হানা দেওয়া ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। এদিন এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭০ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে এ বছর সব মিলিয়ে ৮ হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তির তথ্য এল। জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ৩৪ জন।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারি মাসে ১৬৬ জন, মার্চ মাসে ১১১, এপ্রিল মাসে ১৪৩ এবং মে মাসে ১ হাজার ৩৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল। সব মিলিয়ে এ ৫ মাসে মোট ডেঙ্গু শনাক্ত হয়েছিল ২ হাজার ২২ জনের।
এদিকে শুধু জুন মাসে দেশে ডেঙ্গু শনাক্ত হয় প্রায় ৬ হাজার জনের। সে হিসাবে বছরের প্রথম ৫ মাসের তুলনায় এক মাসেই (জুন) ডেঙ্গু শনাক্ত হয় প্রায় তিনগুণ।
এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৬৪ জনের।
সংশ্লিষ্টরা বলছেন, বর্ষাকাল চলছে, বৃষ্টির পানি জমে ডেঙ্গুর রোগবাহী এডিস মশা বিস্তারের সুযোগ আছে। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না গেলে চলতি মাসে ডেঙ্গু আক্রান্তর হার আরও বেড়ে যেতে পরে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, এই মুহূর্তে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪০৫ জন। তাদের ৯৪৪ জন ঢাকায় এবং ৪৬১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর ডেঙ্গু আক্রান্ত যতজনের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।
ঠিকানা/এনআই