দেশে ডিজেল-পেট্রল-অকটেন-কেরোসিনের দাম ৫ টাকা কমল

ঠিকানা অনলাইন : ডিজেল-পেট্রল-অকটেন-কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৯ আগস্ট সোমবার রাত থেকেই এই মূল্য কার্যকর হবে বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যায় জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম ৫ টাকা করে কমানো হয়েছে। সোমবার রাত থেকেই কার্যকর হবে।

এর আগে রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে বলে, ডিজেলের আমদানি শুল্ক ১১ দশমিক ২৫ শতাংশ কমানো হয়েছে। এখন থেকে ডিজেল আমদানিতে মোট শুল্ক ৩৪ শতাংশ থেকে কমে ২২ দশমিক ৭৫ শতাংশ হবে।

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয় গত ৬ আগস্ট। কার্যকর হয় রাত ১২টা থেকেই। নতুন দাম অনুযায়ী লিটারপ্রতি ৩৪ টাকা বেড়ে ১১৪, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ এবং পেট্রোল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়।

২৯ আগস্ট সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, জ্বালানি তেলের ওপর আমদানি শুল্ক কমানোর পরিপ্রেক্ষিতে মূল্য সমন্বয় করা হতে পারে। মূল্যের ক্ষেত্রে একটি পরিবর্তন আসবে। তবে এ ব্যাপারে হিসাব-নিকাশ চলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য আবারও বেড়ে যাওয়ায় কতটা সমন্বয় করা যাবে, এখনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ বলেন, আমাদের আরও ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে। সোমবার পেট্রল পাম্প মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বিপিসির চেয়ারম্যান বলেন, জ্বালানি তেল আমদানি পর্যায়ে শুল্ক কমানোর বিষয়টা মাত্র দুটি জায়গায় আংশিক কমেছে। এটি নিয়ে অ্যাকাউন্টস শাখা কাজ করছে। তা জানতে হলে আরও ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে এখনো প্রতি ব্যারেল ডিজেলের দাম ১৩২ ডলার, যার ফলে ডিজেল বিক্রিতে প্রতি লিটারে সাড়ে ৯ থেকে ১০ টাকা লস করছে বিপিসি।

ঠিকানা/এনআই