স্পোর্টস রিপোর্ট : ডা. ডেভিডকে চোট পাওয়া কব্জি দেখিয়ে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন তামিম ইকবাল। গত ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারকা এ ক্রিকেটার। দেশে ফিরে তিনি জানিয়েছেন, ডাক্তার বলেছেন অস্ত্রোপচার লাগবে না। তবে পুরোপুরি সুস্থ হতে সাত থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। যার মানে হলো, জিম্বাবুয়ে সিরিজ খেলা হচ্ছে না তামিমের।
বিমানবন্দরে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের তামিম বলেন, ডাক্তাররা জানিয়েছেন, আপাতত কোনো চিকিৎসা লাগবে না। তবে পুরোপুরি সুস্থ হতে সাত থেকে আট সপ্তাহ লাগতে পারে। পাঁচ সপ্তাহ পর আবার ডাক্তারকে দেখিয়ে আসতে হবে। তখন তিনি সুনির্দিষ্ট করে বলতে পারবেন, সেরে উঠতে ঠিক কত দিন লাগতে পারে। সদ্য সমাপ্ত এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে সুরঙ্গা লাকমলের বাউন্সারে বাঁ-হাতের কব্জিতে চোট পান তামিম। তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তবে ওই ম্যাচের শেষ দিকে দলের প্রয়োজনে হাতে ব্যান্ডেজ নিয়ে ব্যাটিংয়ে নেমে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন তামিম।