দেশে ফিরেছেন মোনালিসা

দেশের সাড়া জাগানো মডেল-অভিনেত্রী মোনালিসা দেশে ফিরেছেন। গত ১২ এপ্রিল আমেরিকা থেকে ঢাকায় ফেরেন তিনি। প্রায় দুই বছর পর বাংলাদেশে আসলেন মোনালিসা। জনপ্রিয় এই মডেল আমেরিকায় গত দুই বছর যাবৎ বিশ্ববিখ্যাত কসমেটিকস ও বিউটি প্রোডাক্ট সরবরাহকারী বহুজাতিক প্রতিষ্ঠান ‘সেফোরা’র বিউটি অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। দেশে ফেরা প্রসঙ্গে এই অভিনেত্রী জানিয়েছেন, টানা দুই বছর ধরে কাজ করছেন। আর কাজ করতে করতে অনেকটা হাঁপিয়ে উঠেছিলেন। তাই তো কিছুটা সময় বিশ্রামের জন্য মা এবং পরিবারের অন্যদের সঙ্গে সময় কাটাতে এসেছেন। এবারের রোজার ঈদ দেশেই করবেন বলে ঠিক করেছেন দর্শক নন্দিত এই মডেল।এই সময়টায় দেশে ফিরে বেশ আনন্দিত মোনালিসা।
কারণ পয়লা বৈশাখে নববর্ষ উদযাপন করতে পারবেন সবার সঙ্গে। এবারের সফরে নাটক-টেলিফিল্মের পাশাপাশি বিজ্ঞাপন ও ভালো মিউজিক ভিডিওতে কাজ করার ইচ্ছে আছে তার।
সবশেষ ২০১৬ সালের এপ্রিল মাসে ঢাকায় এসেছিলেন মোনালিসা। আমেরিকায় ‘সেফোরা’র বিউটি অ্যাডভাইজার হিসেবে কাজের পাশাপাশি বাংলাদেশের বিশেষ বিশেষ দিবসে সেখানকার বাংলা টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠানেও অংশ নিয়ে থাকেন মোনালিসা।