দ্বিতীয় বাংলাদেশি হিসেবে উভয় ইনিংসে সেঞ্চুরির রেকর্ড শান্তর

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অনবদ্য নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির অনবদ্য রেকর্ড গড়লেন প্রতিভাবান এই ব্যাটার। নাজমুল হোসেন শান্তর আগে একমাত্র বাংলাদেশি হিসেবে এই কীর্তি ছিল শুধু মুমিনুল হকের। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। আজ শান্তর এই কীর্তির সময় ক্রিজেই ছিলেন মুমিনুল

১৬ জুন শুক্রবার সকালে ৫৪ রানে দিন শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। গতকালের রানের সঙ্গে দ্রুতই বাউন্ডারি এবং সিঙ্গেল খেলে ৭০ রান পেরিয়ে যান। তার এবং জাকির হাসানের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুতই বাংলাদেশের লিড ৪০০ পেরিয়ে যায়।

আজও আফগান বোলারদের বোলিং ছিল সাদামাটা। দ্বিতীয় ইনিংসের ৩৫তম ওভারে আফগানদের বাংলাদেশ একটি উইকেট দিয়ে আসে। ইব্রাহিম জাদরান ও নাসির জামালের বুদ্ধিদীপ্ত ফিল্ডিংয়ে রান আউটের শিকার হয়ে ফেরেন জাকির হোসেন।

জাকির হোসেন আউট হওয়ার পর রান তোলার গতি একটু মন্থর হয়ে যায়। তবে শতরান তুলে নিতে বেশি সময় নেননি বাংলাদেশের এই ব্যাটার। ১১৫ বলে ১৩ চারে এই মাইলফলক স্পর্শ করেন প্রতিভাবান এই ব্যাটার।

এ প্রতিবেদন লেখার সময় লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। তাদের সংগ্রহ ২ উইকেটে ২৫৫ রান। বাংলাদেশ লিড নিয়েছে ৪৯১ রানের।

ঠিকানা/এনআই