স্পোর্টস রিপোর্ট : বল টেম্পারিং কা-ে এক বছরের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা পেয়েছেন ডেভিড ওয়ার্নার। একই নিষেধাজ্ঞায় পড়ে অধিনায়কত্ব হারিয়েছেন স্টিভ স্মিথ। এ দিকে দেশে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ার্নার বলেছেন, আর কখনো হয়তো অস্ট্রেলিয়ার হয়ে খেলাই হবে না তার। এমন দুঃসময়ে অনেককেই অবশ্য পাশে পেয়েছেন ওয়ার্নার। বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও পাশে দাঁড়িয়েছেন তার। মুস্তাফিজ ও ডেভিড ওয়ার্নারের মধ্যে যে দারুণ একটা বন্ধুত্বের সম্পর্ক এটা সবার ভালোই জানা। ২০১৬ সালের আইপিএলে নিজের প্রথম আসরে ওয়ার্নারের নেতৃত্বে খেলেছেন মুস্তাফিজ। সর্বশেষ ২০১৭ আইপিএলেও দ্য ফিজ খেলেছেন ওয়ার্নারের দল হায়দরাবাদের হয়ে।
দলটির হয়ে খেলতে নেমেই নিজের প্রথম আসরেই দারুণ বাজিমাত করেন সাতক্ষীরার এ সন্তান। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মানও। সে আসরে মুস্তাফিজে দারুণ মুগ্ধ হয়েছিলেন ওয়ার্নার। পুরো টুর্নামেন্টজুড়েই বাংলাদেশি এ তারকাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অস্ট্রেলিয়ার এ বাঁ-হাতি ওপেনার।
মুস্তাফিজ তাই এক সময়ের সতীর্থের অসময়ে পাশে দাঁড়াতে ভুললেন না। গত ৩১ মার্চ রাতে টুইটারে কাটার মাস্টার লিখেছেন, ‘আমার কাছে ডেভিড ওয়ার্নার মানেই একটা হাসি মুখ, যে সবসময় আমাকে অনুপ্রাণিত করে এবং সেরাটা দিতে সব সময় সমর্থন করে। আপনার বর্তমান অবস্থা মেনে নেয়া সত্যিই কঠিন। দয়া করে ভেঙে পড়বেন না। শক্ত হন এবং ইতিবাচক থাকুন সহযোদ্ধা। আইপিএলে এবার আপনার নির্দেশনা মিস করবো।’
মুস্তাফিজ অবশ্য এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন। সেজন্য গত ৩১ মার্চ রাতেই ভারতের উদ্দেশে ঢাকাও ছেড়েছেন বাংলাদেশের এ তারকা ক্রিকেটার।
এ দিকে গত এক সপ্তাহ আগেও সবকিছু ঠিক ছিল। আগের দুই আসরের ন্যায় এবারও সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব ওয়ার্নারের কাঁধেই ছিল। যদিও আইপিএলে মুস্তাফিজ এবার মুম্বাইয়ের হয়ে খেলবেন। যার কারণে ফিজের দল ভিন্ন হলেও পুরো টুর্নামেন্টে ওয়ার্নারের সঙ্গে ঠিকই দেখা হতো। কিন্তু এবারের আইপিএলে ওয়ার্নারের খেলা হবে না বিধায় প্রিয় সতীর্থের দেখা পাবেন না বলে একটা আকুলতাও যেন থাকল মুস্তাফিজের টুইটে।