মনজুর কাদের :
বাপি রে…
তোর ভয়ে আমি শুধু দিনরাত
কাঁপি রে
দাদা রে…
তোর সাথে টেক্কায় মিশে যাই
আঁধারে
জানি রে…
ছন্দেও তোর কাছে আমি হার
মানি রে
বাবা রে…
ছন্দের খোঁজে ঘুরি চক থেকে
সাভারে
গর্ত…
পেলে আমি ঢুকে যাব ছেড়ে এই
মর্ত্য
ছড়া রে…
মেলাতে মেলাতে আমি তোর কাছে
ধরা রে