ধর্ষণের সংজ্ঞা বদলে দিলো ভারতের কেন্দ্রীয় সরকার

ঠিকানা অনলাইন : ধর্ষণের সংজ্ঞাই বদলে দিলো ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের সমাজ কল্যাণ ও শিশু সুরক্ষা দপ্তর জানিয়েছে, ভারতে এতদিন বলপূর্বক যৌন মিলনকেই ধর্ষণ বলে অভিহিত করা হতো। এখন থেকে বিনা সম্মতিতে যৌন মিলনও ধর্ষণ বলে গণ্য হবে। কোনো নারীর অসহায়তার সুযোগ নিয়ে কেউ যদি তার সঙ্গে মিলনে লিপ্ত হয় তাহলে তা ধর্ষণ বলে গণ্য হবে। ভারতে যৌন মিলনে মেয়েদের সম্মতির বয়স এতদিন পর্যন্ত ১৩ ছিল। তা বাড়িয়ে ১৬ করা হয়েছে। অর্থাৎ ভারতে ১৬-এর কম বয়সী মেয়েদের সঙ্গে যৌনমিলন ধর্ষণ বলে ধরা হবে। কোনো নারী যদি অবস্থার ফেরে কোনো পুরুষের সঙ্গে যৌন মিলন করতে বাধ্য হন তাহলেও তা ধর্ষণ বলে গ্রাহ্য হবে। অর্থাৎ, ভারতে শুধু বলাৎকারই ধর্ষণ নয়, এখন থেকে আসম্মতিতে যৌন মিলনও ধর্ষণ।

এসআর