তুহীন বিশ্বাস :
বিষব্যথায় নিঃসৃত নয়নাশ্রু-
বিষাক্ত ফোঁটায় ভিজে কপোল;
ধ্বংসিত বিবেক, রক্তাক্ত মনুষ্যত্ব
অনায়াসে ধর্ষিত হয় সভ্যতা!
ভূমিষ্ট সদ্যোজাতের কলঙ্ক ভালে-
থুতু ছিটিয়ে ভর্ৎসনা করে সমাজ,
বাক্যবাণে বিপর্যস্ত অনূঢ়ার সম্মান
অভিযুক্ত বসে বিচারকের আসনে।