সুমন শাহনেওয়াজ :
ধানসিড়ি নদী
নীল আকাশ
আর সাদা মেঘের ভেলা নিয়েÑ
আমি আবারও ফিরে আসব প্রিয়তমা।
শুধুই তুমি পথপানে
অপেক্ষায় থেকো প্রিয়তমা
আমার একান্তে অপেক্ষায়।
তোমার আমার চিরচেনা
সেই স্রোতস্বিনী ধানসিড়ি নদীটির পশ্চিম তীরে
সূর্য ডুবুডুবু
হিজল তমালের নিবিড় ছায়াতলে
কোনো এক গোধূলি সন্ধ্যাবেলায়
আমার একাকিত্বের অবসান ঘটাতে।
যেখানে গাঙচিল বুনোহাঁস
নাম না-জানা কত অতিথি
এখনো ঠায় দাঁড়িয়ে আছে
শুধুই তোমার আমার অপেক্ষায়।
তুমি আবার ফিরে এসো একদিন
তোমার ঐ এলোমেলো খোলা চুলে
সুগন্ধিভেজা ঘ্রাণে
তোমার প্রণয়ের নগ্ন প্রহর ভেঙে।
আমিও এসেছি বেলা শেষের অনেক আগেই
শত শত ব্যস্ততা আর
কাজের ভিড়ে, মিথ্যে অজুহাতে
তোমার আমার চিরচেনা
সেই স্রোতস্বিনী ধানসিড়ি নদীটির পশ্চিম তীরে।
হিজল তমালের নিবিড় ছায়াতলে
ধানসিড়ি নদী,
নীল আকাশ
আর সাদা মেঘের ভেলা নিয়ে
আমি আবারো ফিরে আসব
শুধুই তুমি থেকো প্রিয়তমা
আমার একান্ত অপেক্ষায়।
তোমার আমার চিরচেনা সেই
স্রোতস্বিনী ধানসিড়ি নদীটির পশ্চিম তীরে
আমার একাকিত্বের অবসান ঘটাতে।
তুমি আবার ফিরে এসো একদিন
তোমার ঐ এলোমেলো খোলা চুলে
সুগন্ধিভেজা ঘ্রাণে।
ধানসিড়ি নদী
নীল আকাশ
আর সাদা মেঘের ভেলা নিয়ে
আমি আবারো ফিরে আসব প্রিয়তমা।