ধুমধামে থ্যাংকস গিভিংডে উদযাপন

ঠিকানা রিপোর্ট : ধর্ম-বর্ণ সম্প্রদায় নির্বিশেষে গত ২২ নভেম্বর বৃহস্পতিবার সমগ্র আমেরিকা জুড়ে মহাধুমধামে উদযাপিত হয়েছে থ্যাংকস গিভিং ডে। যদিও বৃহস্পতিবার ছুটি ছিল, তবু কেউ কেউ শনিবারেও উদযাপিত করেছে থ্যাংকস গিভিং ডে। সমিতি সংগঠনের পাশাপাশি পারিবারিকভাবে অনেকে দিনটি উদযাপন করেছে। থ্যাংকস গিভিং ডে’র ঐতিহ্য টার্কি ছাড়া সর্বত্রই ছিল খাবার দাবারের বিপুল আয়োজন।
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব
যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশী পেশাধার সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) উদ্যোগে ‘থ্যাঙ্কসগিভিং ডে’ উদযাপন করেছেন। গত ২২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে দিনটি উপলক্ষে নানা আয়োজন করেন ক্লাবের সদস্যরা। তাদের পরিবারের সদস্যরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দ্বিতীয় বারের মত থ্যাঙ্কসগিভিং ডে’র অনুষ্ঠানে সাংবাদিকরা ছাড়াও কম্যুনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বিশেষ সংবাদদাতা শহীদুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
অনুষ্ঠানে অতিথি আরও ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। তিনি বলেন, সম্প্রীতির বন্ধনে দেশ ও প্রবাসের সামগ্রিক কল্যাণে নিরন্তর কর্মরত গণমাধ্যমকর্মীদের এ অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব (প্রেস) নূরএলাহি মিনা, একাত্তরের কণ্ঠযোদ্ধা শহীদ হাসান এবং সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের (জেবিবিএ) সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, পরিচালক হারুন ভূইয়া, উপদেষ্টা আনোয়ার জাহিদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু, মূলধারার রাজনীতিক ও সংগঠক ফাহাদ সোলায়মান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নেতা আবুল কাশেম, কণ্ঠশিল্পী শাহ মাহবুব, কমিউনিটি নেতা শাহীন খান, ব্যবসায়ী শ্যামল চন্দ্র নাথ, প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ, নির্বাচন কমিশনার ও চ্যানেল আইয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, ক্লাবের সহ-সভাপতি ও বাংলা টিভির মহাপরিচালক মীর ই. ওয়াজিদ শিবলী, যুগ্ম সম্পাদক ও বাংলা টিভির বিশেষ সংবাদদাতা রিজু মোহাম্মদ, কোষাধ্যক্ষ ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আবুল কাশেম, নির্বাহী সদস্য এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক কানু দত্ত, বাংলা ভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি আজিমউদ্দিন অভি, সদস্য ‘নারী’ পত্রিকার সম্পাদক পপি চৌধুরী, ইসলামিক টিভির মহাপরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, ‘নারী’ ম্যাগাজিনের প্রকাশক তপন চৌধুরী, বাংলা টিভির বিশেষ প্রতিনিধি সাজ্জাদ হোসাইন, নোঙর টিভির সিইও জাহেদ শরীফ, বাংলা টিভির চিফ ক্যামেরাপারসন আমজাদ হোসেন, মিম টিভির প্রধান সুজন আহমেদ, কলামিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য জামান তপন, ঠিকানার বার্তা সম্পাদক ও বার্তা সংস্থা এনা’র সম্পাদক মিজানুর রহমান এবং অনলাইন নিউজ রূপসী বাংলার সম্পাদক শাহ জে. চৌধুরী।

জ্যামাইকাবাসীর থ্যাংকস গিভিং সেলিব্রেশন
থ্যাংকস গিভিং ডে উদযাপন উপলক্ষে জ্যামাইকাবাসী গত ২৪ নভেম্বর শনিবার বর্ণাঢ্য এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। নাচ-গানের পাশাপাশি ছিল টার্কিসহ অন্যান্য খাবারের বিপুল আয়োজন। আয়োজকদের অন্যতম ছিলেন সদরুন নূর, মোল্লা জহির, আজাদ বাকির, রব-রুহুল পরিষদ। অনুষ্ঠানে আয়োজকদের মঞ্চে তুলে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। ফখরুল ইসলাম দেলোয়াসহ অতিথিদের মধ্যে আরও ছিলেন নাসির আলী খান পল, ওসমান খান, অধ্যাপিকা হুসনে আরা, মেসবাহ আহমেদ, মোস্তফা কামাল, ডা. টমাস দুলু রায়, জহিরুল ইসলাম মোল্লা, কাজী আবু নাসের, মো. সাইফুল ইসলাম, মনির হোসেন, আকতার বাবুল, জাহিদ মিন্টু, জে. মোল্লা সানি, ইফজাল চৌধুরী প্রমুখ। রোকসানা মীর্জাসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
ড্রামা সার্কল
জ্যামাইকায় ড্রামা সার্কলও মহা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপন করেছে থ্যাংকস গিভিং ডে। এ উপলক্ষে ২০১৯ ফোবানার কনভেনর নার্গিস আহমেদের জ্যামাইকাস্থ বাসভবনে বিশাল অনুষ্ঠান ও টার্কি ভোজের আয়োজন করা হয়। সেই আয়োজনে ফোবানা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও কমিউনিটির উল্লেখযোগ্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

মজুমদার ফাউন্ডেশন ও বিএসিসি
ছন্দা বিনতে সুলতান : ২২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় ব্রঙ্কসের পার্কচেস্টায় সাবওয়ে স্টেশনের সন্নিকটে মজুমদার ফাউন্ডেশনের বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলর (বিএসিসির) থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে পথচারীদের মধ্যে ফ্রি খাবারের প্যাকেট বিতরণ করে। নিউনিয়র্ক সিটির পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় প্রচ- ঠা-া উপেক্ষা করে মজুমদার ফাউন্ডেশনের প্রধান এটর্নি এন মুজমদার এবং বিএসিসির নেতৃবৃন্দ পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে সরাসরি খলীল বিরিয়ানির সুস্বাদু বিরিয়ানির প্যাকেট ও পানির বোতল বিতরণ করা হয়। থ্যাঙ্কস গিভিং ডের আনন্দের ভাগাভাগি করতেই কমিউনিটির সকল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। উল্লেখ, মজুমদার ফাউন্ডেশন ও বিএসিসি এ ধরনের গঠনমূলক কাজের আয়োজন করে বেশ প্রশংসা কুড়াচ্ছে। এই খাবার বিতরণ অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিএসিসির সহ-সভাপতি সাখওয়াত আলী ও সেক্রেটারি নজরুল হক, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি গাফফার চৌধুরী খসরু, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুস শহীদ, নর্থ ব্রঙ্কস সোসাইটি অব বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক কালাম উদ্দিন, সিপিএ জাকির চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ ওম্যান এসোসিয়েশনের সভাপতি রেক্সোনা মজুমদার, কামরুল নাহার রীতা প্রমুখ উপস্থিত ছিলেন। ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে এই ধরনের আয়োজন যথার্থই।
প্রবাসী নাটোর জেলা সমিতি ইউএসএ
নিউইয়র্কে প্রবাসী নাটোর জেলা সমিতি ইউএসএ উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে থ্যাংকসগিভিং ডে। সংগঠনটি গত ২৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব পার্টি হলে উদযাপন করে দিবসটি। অনুষ্ঠানটি পরিনত হয় নাটোর জেলাবাসীর মিলন মেলায়।সংগঠনের আহ্বায়ক মো. আবদুল খালেকের সভাপতিত্বে এবং সদস্য মো. হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, বৃহত্তর রাজশাহী জেলা সমিতির সভাপতি মো. হালিম, সিনিয়ার সহ সভাপতি মঞ্জুর আলম রবিন, সহ সভাপতি মজিব উদ্দিন জেন্টু, সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর হোসেন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ডা. আবদুল লতিফ, সমাজকর্মী আকবর আলী, আকরাম আলী, নাটোরের সন্তান মো. শাহীন আলম, মেজর (অব.) কাজী আবুল ফরিদ চৌধুরী, এডভোকেট কামরুজ্জামান, এবিএম সাদিক, নাজির উদ দৌলা, গোলাম আরিফ টিপু, কপিল চৌধুরী, এ ইসলাম মামুন প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. সাফওয়ান আবদুল্লাহ। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতিথি ও সংগঠনের কর্মকর্তারা এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন।
পরে প্রবাসী নাটোর জেলাবাসীর হোম মেইড মজাদার বিভিন্ন খাবার সহ টার্কি ভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

আয়োজক কমিটির কর্মকর্তারা অতিথিদের ধন্যবাদ জানিয়ে সংগঠনকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
অনুষ্ঠানে নাটোর জেলাবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
গাজীপুর ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি
গত ২৫ নভেম্বর রোববার ছিল গাজীপুর ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি অব ইউ এস এ য়ের থ্যাংকস গিভিং এবং বাংলা অগ্রাহায়ন মাসের নবান্ন উৎসব ও মিলন মেলা। অনুষ্ঠানটি উপযাপতি হয় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসের ১নং অডিটোরিয়ামে। বেলা তিনটা থেকেই শুরু হয় মানুষের উপচে পড়া ভিড়। পবিত্র কোরান তেলওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সুচনা হয়। পরপরই বাংলাদেশের জাতীয় সংগীত ও তারপরে আমেরিকার জাতীয় সংগীত বেজে উঠে।
বেলা প্রায় সোয়া চারটায় সময়, পাভেল চৌধুরির স্বাগতিক বক্তব্য এবং আসাদুল হক কাজল, মোস্তাক আহমেদ, সরকার মতিনের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে অংশগ্রহণ করেন আইটি ইঞ্জিনিয়ার রবিন ও মিসেস রবিন। এছাড়াও উত্তর আমেরিকার বিশিষ্ট সংগীত শিল্পি সুমনের অসাধারণ সংগীত পরিবেশনা সকলকে মুগ্ধ করে। বিকাল ৫টায় পরিবেশিত হয় মজাদার মিক্স গ্রীল, বিশাল কয়েকটি টার্কির রোস্ট ও নান। বিকালের নাস্তা পরিবেশনের পরপরই অধ্যাপক হাবিবুল্লা স্যারের ধন্যবাদ বক্তব্যে উঠে আসে আয়োজকদের নাম এবং উপস্থিত অতিথিদের পরিচিতি। এসময় মোস্তাক আহমেদ গাজীপুরের পরিচিতি তুলে ধরেন। এর মাঝেই উপস্থিত অতিথিদের মধ্যে বিনামুল্যে রাফেল ড্র’র টিকেট প্রদান করা হয়। শুরু হয় দম্পতিদের বোবা অভিনয়। স্ত্রীরা লটারি তুলে সেখানে কি লেখা আছে তার উপর অভিনয় করেন এবং স্বামীরা কি লেখা ছিল তার উত্তর প্রদান করে। মজার এই খেলায় অভিনয়ে যারা অংশ গ্রহণ করেন তারা হলেন Ñ রুমি ও তার হ্যাজবেন্ড, মোস্তাক ও তার স্ত্রী, লাকী ও তার স্বামী লোকমান, তোফাজ্জল ও তার স্ত্রী, জান্নাতুল নাঈমা কনা ও পাভেল সহ আরো অনেকে।
রাত আট টায় পরিবেশিত হয় নৈশ ভোজ। নৈশ ভোজের পর পরই অভিনয় পরস্কার ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার জিতে নেন পাভেল চৌধুরী। সবশেষে ছোট্ট পরিষরে আলোচনা ও মত বিনিময় সভা হয়। সেখানে বক্তব্য রাখেন, তোফাজ্জল হোসেন, অধ্যাপক হাবিবুল্লা, মোস্তাক আহমেদ, সরকার মতিন, আসাদুল হক কাজল, উত্তম সাহা, ইঞ্জিনিয়ার ও ডাইরেক্টর অব ডাটাবেইস অব ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড মেন্টাল হাইজিন পাভেল চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি ও কমিউনিটি লিডার মোহাম্মদ মামুনুল ইসলাম, নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি কমিশনার রবিউল ইসলাম।
বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ
ব্যাপক আনন্দ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র থ্যাংকসগিভিং ও ঈদ পুনর্মিলনী। নিউইয়র্কে জ্যামাইকার ইকরা কমিউনিটি সেন্টার ও পার্টি হলে গত ২৫ নভেম্বর রোববার অনুষ্ঠিত হয় বৃহত্তর ময়মনসিংহবাসীর এ মিলনমেলা। আয়োজনে শুভেচ্ছা বিনিময়, টার্কিভোজসহ মজাদার খাবার ছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু-কিশোর এ আয়োজনে অংশ নিয়ে উপভোগ করেন নির্মল আনন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয়ের সাবেক পরিচালক মকবুল হোসেন তালুকদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবদুল কুদ্দুস, আজহার আলী খান, মো. সাইফুল ইসলাম চৌধুরী, মাহবুবুর রহমান, ইয়াসমিন ইদ্রিস ও জাহাঙ্গীর আলম।
আয়োজক কমিটির আহ্বায়ক মো. মাহবুবুল আলম খসরুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহবুব কবীর বাবু, যুগ্ম সদস্য সচিব নুর মোহাম্মদ ফয়সাল মনি ও সদস্য পল্লব সরকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক মো. নাসির উদ্দিন। অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা সরাফ সরকার ও পরিচালন সচিব মো. মশিউর রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এমএ বারী।
আয়োজনে ছিলেন সদস্য সচিব মাহবুব কবীর বাবু, প্রধান সমন্বয়কারী মাওলানা এমএ বারী, যুগ্ম আহ্বায়ক মো. মো. হাফিজুর রহমান, মো. আক্তারুজ্জামান হ্যাপি, মোহাম্মদ হিমেল, যুগ্ম সদস্য সচিব নুর মোহাম্মদ ফয়সাল মনি, পরিচালন সচিব মো. মশিউর রহমান, পরিচালন সহকারী রবিউল হাসনাত রুবেল, সদস্য লিটন ভূঁইয়া, মাহবুবুর রহমান লিটন, নীল উৎফল সরকার ধ্রুব, পল্লব সরকার, শাহ আলম, মোহাম্মদ হাসনাত জাকির, মাহবুবুল আলম আলমগীর, আনোয়ার হোসেন, সাইয়েদ অহিদুল্লাহ, মো. মাসুদুর রহমান শাহীন, সালজার খান হ্রদ, রঞ্জিত ভাতুরী, প্রভাষ চক্রবর্তী, জয়ন্ত দে, আনোয়ার তোফ ও একেএম শরিফুল হক।
পরামর্শক ছিলেন উপদেষ্টা আজমল খান, রইস উদ্দিন আহমেদ, আনোয়ার আলম ভূঁইয়া, মিজানুর রহমান খান, মো. নুরুল ইসলাম, টিটু খান ও আবদুল মান্নাফ তালুকদার। পৃষ্ঠপোষক মো. আলাউদ্দিন ও মো. মোজাম্মেল হক, সমন্বয়কারী রুহুল আমিন জুয়েল, মো. খোরশেদ আলম, মাহবুবুর রহমান, শাহ নেওয়াজ জামান শান্ত।
বিপুল সংখ্যক বৃহত্তর ময়মনসিংহবাসী ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন। অতিথিরা আনন্দঘন এ আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথি মোহাম্মদ এন মজুমদার বলেন, সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশের এ সুন্দর আয়োজন প্রবাসে দৃষ্টান্ত হয়ে থাকবে।
আয়োজকরা বৃহত্তর ময়মনসিংহবাসী সহ আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই আয়োজন সফল হয়েছে। সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে এই সংগঠনকে আরো এগিয়ে নিতে তারা সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথী মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন।