
স্পোর্টস ডেস্ক : মোনাকোর জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেকের দিন থেকেই তিনি এক মহাবিস্ময়। মোনাকো ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পরও অবিরাম ছড়িয়ে যাচ্ছেন মুগ্ধতা। মাত্র ১৯ বছর বয়সে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়ে কিলিয়ান এমবাপ্পে বুঝিয়ে দিয়েছেন ধূমকেতু নয়, ধ্রুবতারা হওয়াই তার নিয়তি। তারই ধারাবাহিকতায় এ মৌসুমে মুড়ি-মুড়কির মতো গোল করে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন এই ফরাসি বিস্ময়। গত ২৩ ফেব্রুয়ারি গড়লেন আরেক কীর্তি। এমবাপ্পের জোড়া গোলে এ দিন ফরাসি লিগে নিমকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। ঘরের মাঠে ৪০ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন এনকুনকু। দ্বিতীয়র্ধে এমবাপ্পে করেন জোড়া গোল। তাতেই ইতিহাস। ফরাসি লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এমবাপ্পে। লিগ ওয়ানে ৮৮ ম্যাচে তার গোল ৫১। মাত্র ২০ বছর দুই মাস তিন দিন বয়সে লিগে
গোলের ‘ফিফটি’ পূর্ণ করে এমবাপ্পে ভেঙেছেন ৩৭ বছরের পুরনো রেকর্ড। ১৯৮২ সালে সোটশার হয়ে ফরাসি লিগে সবচেয়ে কম বয়সে ৫০ গোলের আগের রেকর্ড গড়ার দিন সাবেক ফরাসি স্ট্রাইকার ইয়ানি কস্তোপিরার বয়স ছিল ২১ বছর ১১ মাস ৯ দিন। এ মৌসুমে ফরাসি লিগে ২০ ম্যাচে সর্বোচ্চ ২২ গোল এমবাপ্পের। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে তার চেয়ে বেশি গোল করেছেন শুধু বার্সেলোনার লিওনেল মেসি (২৫)। আক্রমণভাগের দুই সঙ্গী নেইমার ও এডিনসন কাভানি চোটে পড়ার পর পিএসজিকে একাই টানছেন এমবাপ্পে।
এতেই তার আনন্দ, ‘দলকে যতটা সম্ভব সাহায্য করতেই এত পরিশ্রম করি আমি। নিজের খেলাটা আমি উপভোগ করতে চাই। গোল করা ও রেকর্ড ভাঙা আমাকে অনুপ্রাণিত করে।’ মজার ব্যাপার হলো, এমবাপ্পের এমন আগুনে পারফরম্যান্সেও পুরোপুরি সন্তুষ্ট নন পিএসজি কোচ টমাস টুখেল, ‘অবশ্যই সে ভালো খেলেছে, কিন্তুগত ২৩ ফেব্রুয়ারি সে অন্তত চার-পাঁচটি গোল করতে পারত।’ এই জয়ে নিকটতম প্রতিদ্ব›দ্বী লিলের (৫১) চেয়ে এক ম্যাচ কম খেলেই শিরোপা দৌড়ে ১৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে পিএসজি (৬৮)।