ধোনির মেয়েকে অটোগ্রাফসহ জার্সি পাঠালেন মেসি

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : ভারতের ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভাকে নিজের সই করা জার্সি পাঠিয়েছেন লিওনেল মেসি।

সাত বছর বয়সী জিভা সেই জার্সি পরে ইনস্টাগ্রামে ছবি আপলোড করেছে। ক্যাপশনে লেখা, ‘যেমন বাবা, তেমনই মেয়ে’।

ধোনির যে ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা রয়েছে, তা অজানা নয় কারও। আর্জেন্টিনা অধিনায়ক মেসির বড় ভক্ত তিনি। যদিও ক্লাব হিসেবে সমর্থন করেন ম্যানচেস্টার ইউনাইটেডকে। বাবার মতো জিভাও ফুটবল ভালোবাসে। সেও নাকি মেসির ভক্ত।

সদ্য বিশ্বকাপ জেতা অধিনায়ক মেসি ধোনির মেয়েকে পাঠানো জার্সিতে লিখেছেন, ‘PARA ZIVA’। যার অর্থ জিভার জন্য।

সম্প্রতি বিসিসিআই সচিব জয় শাহর জন্যও সই করা জার্সি পাঠিয়েছিলেন মেসি।

ঠিকানা/এনআই