নকল নকল নকল, নকল আমরা সকল

ফিরোজ হুমায়ুন :

নকল নকল নকল,
নকল আমরা সকল।
নকল আমি নকল তুমি,
নকল বাড়ি নকল জমি।
নকল ওষুধ, নকল ডাক্তার,
মানুষ মারাই কাজ যে তার।
ফরমালিনে নকল ফল,
নকল বোতলে নকল জল।
তা খেয়ে জীবন যায়,
চারিদিকে শুধু হায় হায়।

নকল প্রেম, নকল কবিতা,
নকল তবে কি সবি তা?
নকল পার্বতী, নকল দেবদাস,
আসলটা শুধু বাইরের বেশবাস।
বিউটি পার্লারে যাও একবার,
বিশ্ব সুন্দরীকে মানাবে হার।
নকল দাড়ি, নকল চুল,
আসল ভাবলে করবে ভুল।
নকল প্রেম, নকল আশা,
তারই নাম ভালোবাসা।

নকল কথা, নকল হাসি,
তার নিচে ধান্দাবাজি।
নকল রাজা, নকল রানি,
গদি নিয়ে টানাটানি।
নকল নেতা, নকল প্রতিশ্রুতি,
তার নাম ভাঁওতাবাজি।
নকল কান্না, নকল অশ্রু,
সে অশ্রুতে ভুলো না কভু।
নকল উন্নয়ন, নকল উন্নতি
তার নিচে চলে তেলেসমাতি।
নকল ভালো মানুষ, নকল ইমানদারি,
তার নিচে চলে ঘুষ আর জুয়াচুরি।

এই নকলের শেষ কোথায়?
দেশ তো এখন জাহান্নামে যায়।
এর থেকে কি নাই মুক্তি?
চলো উঠে দাঁড়াই নিয়ে সর্বশক্তি।
বইয়ে পড়া সেই আদর্শ মানুষ কই?
চলো নকল ছেড়ে সত্যি মানুষ হই ॥