বিশ্বচরাচর ডেস্ক : ভারতের তেলেগু ছবির এক অভিনেত্রী প্রকাশ্যে কাপড় খুলে এক নগ্ন প্রতিবাদে অংশ নিয়ে হইচই ফেলে দিয়েছেন। বলা হচ্ছে, চলচ্চিত্র শিল্পে যৌন হয়রানি এবং তেলেগু ছবিতে শিল্পীদের যথেষ্ট সুযোগ না দেওয়ার প্রতিবাদ জানাতে অভিনেত্রী শ্রী রেড্ডি এই কাজ করেন। গত ৭ এপ্রিল হায়দরাবাদে তেলেগু ফিল্ম চেম্বার অব কমার্সে এই অভিনব প্রতিবাদের পর অভিনেত্রী শ্রী রেড্ডিকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে প্রকাশ্যে অশ্লীল আচরণের অভিযোগ আনা হয়েছে। টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, পার্ক করে রাখা কিছু গাড়ির সামনের খোলা চত্বরে দাঁড়িয়ে শ্রী রেড্ডি কাপড় খুলতে শুরু করছেন। এর পর দুহাতে বুক ঢেকে তাকে সেখানে বসে থাকতে দেখা যায়। পুলিশ কর্মকর্তারা বলছেন, শ্রী রেড্ডির মূল অভিযোগটি হচ্ছে, তেলেগু চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজকরা শিল্পীদের সুযোগ না দিয়ে অন্য রাজ্যের শিল্পীদের প্রাধান্য দিচ্ছেন।
- বিজ্ঞাপন -