নজরুল একাডেমীর ‘নজরুল সন্ধ্যায়’ মুগ্ধ দর্শক-শ্রোতা

নিউইয়র্ক : নজরুল একাডেমীর ‘নজরুল সন্ধ্যায়’ সমবেত সঙ্গীত পরিবেশন।

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মবার্ষিকী এবং ‘তাঁর ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে নজরুল একাডেমী অব ইউএসএ আয়োজিত ‘উঠিয়াছি চির বিস্ময়’ শীর্ষক ‘নজরুল সন্ধ্যায়’ দেশ ও প্রবাসের শিল্পদের পরিবেশনায় মুগ্ধ দর্শক-শ্রোতা। ব্যতিক্রমী এই অনুষ্ঠানের বিশেষ আলোচনা, কবিতা, গান আর নৃত্যে বিশেষভাবে তুলে ধরা হয় কবি নজরুল ও তাঁর অমর সৃষ্টির বিভিন্ন দিক। গত ২০ আগষ্ট শনিার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ফ্লাসিংস্থ লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমী অব ইউএসএ’র সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল। এরপর একাডেমীর অন্যতম সদস্য এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইনক’র প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ‘বিদ্রোহী কবিতার শতবর্ষ, আজকের বাস্তবতায় কবিতাটির প্রাসিঙ্গকতা’ শীর্ষক সেমিনার। এতে বিদোহী কবিতার বিভিন্ন দিকের পাশাপাশি নজরুলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন লেখক মাহমুদ রেজা চৌধুরী, কাজী জহিরুল হক ও ফাহিম রেজা নূর। এরপর ছিলো প্রবাসের জনপ্রিয় আবৃত্তিকার ও নাট্য শিল্পী মিথুন আহমেদের কন্ঠে ‘বিদ্রোহী’ কবিতার আবৃত্তি। এর ছিলো নতুন প্রজন্মের শিল্পী নীলা জারিন এর নৃত্য।
পরবর্তীতে অনুষ্ঠিত হয় নজরুল একাডেমীর শিল্পী ও কলাকুশলীনের দলীয় ও একক সঙ্গীত পরিবেশনা। এতে অংশ নেন শিরিন আহমেদ, রুমা আলম, চমক ইসলাম, নজরুল ইসলাম, ঋতুজা ব্যানার্জি, রুবাইয়া শবনম প্রিয়াঙ্কা, শাহ আলম দুলাল, ডানা ইসলাম, ফারহনা তুলি ও লিমন চৌধুরী।
এরপর কমিউনিটির চারজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন- মহিউদ্দিন ওমর, লায়ন আহসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী আসিফ বারী টুটুল ও রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম।
বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত দুই বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ ও সুজিত মোস্তফা দর্শক সারিতে বসে পুরো অনুষ্ঠান দেখার পর তারা সঙ্গীত পরিবেশন করতে মঞ্চে উঠেন। প্রথমে সঙ্গীত পরিবেশন করেন ওস্তাদ সালাউদ্দিন আহমেদ। তিনি তার দরাজ গলায় নজরুলের একাধিক গান পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। এসময় তিনি সংক্ষেপে নজরুলের গানের বিভিন্ন দিক ও প্রেক্ষপট সংক্ষেপেও তুলে ধরেন। বলেন, অমি মূলত উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পী হলেও নজরুলের গান নিয়ে গবেষণা আর চেষ্টা করে গান করে চলেছি।
রাত ১০টার দিকে এরপর মঞ্চে আসেন আরেক নজরুল সঙ্গীতের আরেক জনপ্রিয় শিল্পী সুজিত মোস্তফা। শিল্পী তার মধুর কন্ঠে একাধিক গান পরিবশেন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
ওস্তাদ সালাউদ্দিন আহমেদ ও শিল্পী সুজিত মোস্তফা’র গান শুনে অভিভুত দর্শক-শ্রোতার অনুরোধ শেষ হচ্ছিলো না। কিন্তু সময় না থাকায় এবং রাত বাড়তে থাকায় শিল্পীদ্বয়ের আরো গান গাওয়া সম্ভব হয়নি।
সবশেষে রাত সাড়ে ১০টার দিকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন নজরুল একডেমীর সভাপতি এম কিউ জামান। সমগ্র অনুষ্ঠান যৌথভাবে উপস্থাপনায় ছিলেন আবৃত্তিকার গোপন সাহা ও সাংস্কৃতিক কর্মী ডানা ইসলাম।
অনুষ্ঠানটি উপলক্ষ্যে ‘উঠিয়াছি চির বিস্ময়’ শীর্ষক একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এটি সম্পদনা করেন রাজিয়া নাজমী আর প্রকাশক এবিএ সালেউদ্দিন। প্রচ্ছদ অংলকরণ করেছেন রাগীব আহসান। সংস্কৃতিক পর্বে শিল্পীদের সাথে সহযোগিতায় ছিলেন তবলায় ছিলেন তপন মোদন, কী বোর্ডে মাসুদ আর মন্দিরায় শহীদ উদ্দিন।