
সুজন দাশ :
যার কাছে প্রেম পূর্ণতা আছে তার কাছে নেই মোহ,
অনিয়মে তিনি হন প্রতিবাদী মনেপ্রাণে পুষে দ্রোহ।
খোঁজেন তিনি ন্যায় সমতা সাম্য,
মানবতা প্রীতি যেটুকু কাম্য;
মহত্ত্ব প্রেমে ডাক দেয় সবে অত্যাচারীকে রুখে,
নজরুল ছিল তেমন একজন সাহস জোগাত বুকে!
তেইশ বছরের লেখক জীবনে বোধ ও মননে কবি,
এঁকে দিয়ে গেছে সবার হৃদয়ে প্রেরণার আলো-ছবি!
মানুষে মানুষে চেয়েছে মিলাতে,
প্রীতি প্রেম মায়া সাম্য বিলাতে;
নিপীড়িত বুকে দিয়েছে সাহস বুঝেছে যাতনা জ্বালা,
গেঁথেছে শব্দে মানবতা প্রেম ফুল হয়ে ফোটে মালা!
অত্যাচারীর নড়েছে আসন তাঁর কবিতা ও গানে,
মিলাতে চেয়েছে চিরকাল তিনি হিন্দু-মুসলমানে।
মানুষকে দেয় মর্যাদা মান,
অন্তরে তাঁর মানুষের গান!
‘বড় নয় কোনো মন্দির-কাবা’-বলে হৃদয়ের চেয়ে,
পড়লে হৃদয়ে দোলা দেয় প্রেম চেতনায় উঠি নেয়!