ঠিকানা অনলাইন : প্রকাশ্যে এলো কল্লোল লাহিড়ির উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ অবলম্বনে তৈরি একই নামের ওয়েব সিরিজের টিজার। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এ সিরিজ মার্চে মুক্তি পাবে। এখানে প্রধান চরিত্র ইন্দুবালা হয়ে দর্শকের সামনে আসছেন কলকাতার গ্ল্যামার কুইন শুভশ্রী গাঙ্গুলী। হইচই থেকে নির্মিত এ সিরিজটি প্রথম থেকেই দর্শকের আগ্রহে রয়েছে। বিশেষ করে শুভশ্রীভক্তরা মুখিয়ে আছেন প্রিয় তারকাকে ব্যতিক্রমী লুক ও আমেজে দেখবেন বলে।
সে অপেক্ষার প্রহর আপাতত কাটল সিরিজটির টিজার দিয়ে। সদ্য প্রকাশ হওয়া ১ মিনিট ৫৩ সেকেন্ডের ওই টিজারজুড়ে রং ছড়িয়েছেন শুভশ্রী। অভিনেত্রী ধরা দিয়েছেন ৭৫ বছর বয়সি বৃদ্ধা ইন্দুবালা হয়ে। গ্ল্যামারের জৌলুশের বদলে যেখানে তিনি বয়সের ভারে ন্যূব্জ, হাত-গলা-মুখের চামড়া কুঁচকে গেছে। চোখে মোটা ফ্রেমের চশমা। মাথায় পাতলা সাদা চুল। তার গলায় শোনা যাচ্ছে, ‘এটা ইন্দুবালার ভাতের হোটেল। এই চ্যাটচেটে টেবিল আর স্যাঁতসেঁতে ঘরে লোকে ইন্দুবালার হাতের খাবার খেতে আসে। হোটেলে আসে না বাবা।’
কিছুক্ষণ পর দেখা যায়, ট্রেন থেকে নামছেন এক সদ্যবিবাহিত তরুণী। আরেক দৃশ্যে উনুনে আগুন দিয়ে মাছ রান্না করছেন ইন্দুবালা। বৃষ্টির জল মুখে মেখে নিচ্ছেন, ঠিক যেভাবে কিশোরীবেলায় করতেন।
টিজারে ব্যবহৃত হয়েছে ‘পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি ফণিমনসাও জানে/বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকার কানে কানে/বিকেলের স্মৃতি গোপন পিরিতি গোপনেই রাখা থাকে/মানুষের স্মৃতি বহু বিস্মৃতি শ্মশান বন্ধু টানে’ গানটি। এ গানে উঠে এসেছে ইন্দুবালার জীবনের ফেলে আসা কথা।
সিরিজে ইন্দুবালার ২৫-৭৫ বয়সে অভিনয় করেছেন শুভশ্রী। এ সিরিজে অভিনেত্রী দুই সন্তানের বিধবা মা। পূর্ববঙ্গ থেকে এসে পশ্চিমবঙ্গের বাসিন্দা হবেন। আর সংসার ও সন্তান পালনের জন্য খুলবেন ভাতের হোটেল। এই মহিলার জীবনসংগ্রামই ফুটে উঠবে ওয়েব সিরিজে। টিজারই বলে দিচ্ছে, গল্পে উঠে আসবে দেশভাগের ইতিহাস, স্বজন হারানোর ইতিহাস, ফেলে আসা অতীতে স্বাদের ইতিহাস।
এর আগেও নিজেকে একাধিকবার ভেঙে গড়ে নিয়েছেন শুভশ্রী। ‘পরিণীতা’ থেকে ‘বিসমিল্লা’ কিংবা ‘ধর্মযুদ্ধ’— সবখানেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। তবে এই সিরিজে নতুন শুভশ্রী দুই বাংলার দর্শকের কাছেই নতুন করে নিজের নামটি উজ্জ্বল করবেন বলে ধারণা করা হচ্ছে।
ঠিকানা/এসআর