নতুন করে ডাকা আবেদন না নিতে আদালতের নির্দেশ

ঠিকানা রিপোর্ট : ডাকা প্রোগ্রামের অধীনে নতুন করে আর কোনো আবেদন গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন আদালত। এর ফলে বছরের পর বছর ধরে যারা ডাকায় আবেদন করার অপেক্ষা করছিলেন, তারা অনিশ্চয়তায় পড়েছেন। ডাকা প্রোগ্রামে যারা এখনো সুবিধা পাননি, এ রকম কিছুসংখ্যক মানুষকে সুবিধা দিতে চেয়েছিল বাইডেন প্রশাসন। এই স্বপ্নে এত দিন ধরে অনেকেই বুক বেঁধে ছিলেন। কিন্তু সম্প্রতি আদালতের আদেশে তাদের সেই স্বপ্ন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। যদিও আগে থেকে যারা সুবিধা পেয়ে আসছেন, তাদেরটি বাতিল করার কোনো আদেশ দেননি আদালত।
ডাকার বিষয়ে এখন কী হবে, তা কেউ বলতে পারছেন না। বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে, বাইডেন প্রশাসনের পক্ষ থেকে আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করা হতে পারে। এদিকে আদালতের সিদ্ধান্তের পর গত ৫ অক্টোবর ইউএসসিআইএসের পরিচালক উর এম জাদু ডাকা রুলিংয়ের বিষয়ে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, আদালতের সিদ্ধান্তটি হতাশাজনক। এটি বর্তমান ইউএসসিআইএসের কার্যক্রমে পরিবর্তন আনবে না। আদালতের আদেশের বিরুদ্ধে ইউএসসিআইএস আপিল করবে। তিনি বলেন, আমরা আমাদের কর্তৃত্বের মধ্যে ডাকা সংরক্ষণ ও সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ। শেষ পর্যন্ত কংগ্রেসকে অবশ্যই ডাকা রিসিপেন্ট ও তাদের পরিবারকে স্থায়ী সুরক্ষা প্রদানের জন্য কাজ করতে হবে। ইউএসসিআইএসের বার্তায় এটি স্পষ্ট, তারা ডাকায় নতুন আবেদন নিলেও এখনই কোনো প্রক্রিয়া করবে না। কংগ্রেস থেকে কী সিদ্ধান্ত আসে, তার জন্য অপেক্ষা করবে। সব মিলিয়ে ডাকার সুবিধা পেতে আগ্রহীরা এখনো জানেন না কী আছে তাদের ভাগ্যে।