নতুন গবেষণা: উচ্চ রক্তচাপ মস্তিষ্কের অসুখের ঝুঁকি বাড়ায়

বয়স্ক ব্যক্তিদের মধ্যে যারা উচ্চ রক্তচাপে ভূগছেন তারা আলঝাইমার বা স্মৃতি ভুলে যাওয়া রোগে আক্রান্ত হতে পারেন। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য সম্পর্কে জানা গেছে।
উচ্চ রক্তচাপ বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। সেই সঙ্গে শরীরে নানা ধরনের অসুখও বাসা বাঁধে।এ কারণে যুক্তরাষ্ট্রের গবেষকরা দেখতে চেয়েছিলেন, উচ্চ রক্তচাপ বয়স বাড়লে মস্তিষ্কের ওপর কতটা প্রভাব ফেলে।
গবেষণার জন্য গবেষক দল ৫৯ থেকে ১০২ বছরের অন্তত ১৩০০ ব্যক্তির ওপর ৮ বছর ধরে জরিপ চালান।এতে দেখা যায়, যারা উচ্চ রক্তচাপে ভূগছেন তাদের মধ্যে ডিমেনশিয়া, আলঝাইমারের মতো মস্তিষ্কের রোগের ঝুঁকি অন্যান্যদের চেয়ে বেড়ে যায়।
গবেষণাপত্রটি যুক্তরাষ্ট্রের ‘জার্নাল নিউরোলজি’তে প্রকাশিত হয়েছে।
তবে এই গবেষণায় উচ্চ রক্তচাপে ভোগা মধ্যবয়সীদের অন্তর্ভুক্ত করা হয়নি। শুধুমাত্র বয়স্কদের ওপরই গবেষণা চালানো হয়েছে। সূত্র: ডিকেন ক্রনিক্যাল