নতুন বই ‘দ্য রানওয়ে’ নিয়ে আসছেন ফাতিমা ভুট্টো

বিশ্বচরাচর ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নাতনী, বেনজির ভুট্টোর ভাইজি এবং মর্তুজা ভুট্টোর কন্যা ফাতিমা ভুট্টো। ২০১০ সালে পাকিস্তানের রাজনীতি, ভুট্টো পরিবারের অভ্যন্তরীণ ঘটনা ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তার লেখা ‘সংস অব ব্লাড এন্ড সোর্ড’ বইটি বেশ আলোচিত হয়েছিল। এনডিটিভি।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের ওপর চালানো পাক-বাহিনীর নৃশংসতা ভুট্টো পরিবারের মধ্যে ফাতিমাই প্রথম বইটির মাধ্যমে স্বীকার করেছেন। তার লেখা আরেকটি বই ‘দ্য শ্যাডো অব দ্য ক্রিসেন্ট মুন। ২০১৮ সালের অক্টোবরে আসছে তার নতুন বই ‘দ্য রানওয়ে’। সহিংসতার এই সময়ে আধুনিক বিশ্বের রাজনীতিতে মুসলিমদের অবস্থান নিয়ে ফাতিমার লেখা এই বইটি ‘পেঙ্গুইন ইন্ডিয়া’ থেকে প্রকাশিত হচ্ছে।
ফাতিমা বলেন, গত ১০ বছর ধরেই ‘পেঙ্গুইন ইন্ডিয়া’ আমার নিজের ঘরের মতো। নতুন বই নিয়ে আমি অনেক উচ্ছ্বসিত। বিশেষ করে এই বইটির সঙ্গে আমার আত্মা মিশে আছে। পেঙ্গুইন ইন্ডিয়ার প্রধান সম্পাদক মেরু গোখালে বলেন, ‘ফাতিমার এই বই সত্য বলতে এতটুকু লজ্জাবোধ করেনি। আমরা বর্তমানে কোন বিশ্বে বসবাস করছি, তা এতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।’