নতুন ব্যবসায় দেওয়া হচ্ছে সিড গ্র্যান্ট

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্কে নতুন ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য এখনো সিড গ্র্যান্ট দেওয়া হচ্ছে। যারা নতুন ব্যবসা শুরু করেছেন, তারা চাইলে সিড গ্র্যান্ট পাওয়ার জন্য আবেদন করতে পারেন। মূলত যারা নতুন ব্যবসায়ী, তারা যাতে ভালোভাবে ব্যবসা চালাতে পারেন, সে জন্য তাদের এই সুবিধা দেওয়া হচ্ছে। গত বছর থেকে এ জন্য আবেদন গ্রহণ করা শুরু হয়। পরে সময় আরো বাড়ানো হয়। এখনো যারা আবেদন করেননি, তারা আবেদন করতে পারেন। নির্ধারিত লিঙ্কে গিয়ে আবেদন করা যাবে।
সিড গ্র্যান্ট পাওয়ার জন্য যেসব যোগ্যতা থাকতে হয়, সেগুলো হলো স্মল বিজনেস, মাইক্রো বিজনেস এবং ফর প্রফিট ইন্ডিপেন্ডেন্ট আর্টস এবং কালচারাল অর্গানাইজেশন, সেই সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট আর্টস কন্ট্রাক্টররাও আবেদন করতে পারেন। আবেদনকারীর ব্যবসা নিউইয়র্ক স্টেটের ইনকরপোরেড, লাইসেন্স, রেজিস্টার্র্ড বিজনেস হতে হবে। আবেদনকারীকে অবশ্যই নিউইয়র্কের বাসিন্দা হতে হবে। আবেদনকারী আবেদনের কমপক্ষে ছয় মাস আগে ব্যবসা শুরু করেছেন, সেই প্রমাণ দিতে হবে। আবেদনকারী কত পর্যন্ত গ্র্যান্ট পাবেন, সেটি নির্ভর করে তার প্রতিষ্ঠানের তথ্যের ওপর।