ঠিকানা অনলাইন : ‘বিবি হো তো অ্যায়সি’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সালমান খান ৩৪ বছর আগে। তারপর এসে ২০২২ এর আগস্ট নতুন ছবির কথা ঘোষণা করলেন ভাইজান। ছবির নাম ‘কিসি কা ভাই… কিসি কি জান’ যার ঝলক প্রকাশ করলেন সালমান নিজের নতুন চেহারা পোস্ট করে।
সঙ্গে ফিরে গেলেন শুরুর কথায়। অভিনেতা লিখলেন, ‘৩৪ বছর আগেও এ দিনটা ছিল আর ৩৪ বছর পরেও রয়েছে… আমার জীবনের যাত্রা শুরু হয়েছিল শূন্য থেকে। আমাকে এত পথ এগিয়ে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’
সালমান জানিয়েছেন তার নতুন ছবি অ্যাকশন, কমেডি এবং রোম্যান্সে ভরপুর।
মজার বিষয় হল, এই শিরোনামটি সালমানের আরেক ছবি ‘কাভি ইদ কাভি দিওয়ালি’ এর কথা মনে করিয়ে দেয়। যার শ্যুটিং এখনও চলছে। অনেকে মনে করছেন, সেই ছবিরই নাম বদলে ‘কিসি কা ভাই… কিসি কি জান’ রাখা হয়েছে। তবে নির্মাতারা এখনও আনুষ্ঠানিক ভাবে এমন কোনও ঘোষণা করেননি।
এ ছাড়াও সালমানের ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। সেই তালিকায় রয়েছে ক্যাটরিনা কইফের সঙ্গে ‘টাইগার ৩’ এবং ‘বজরঙ্গি ভাইজান ২’। তা ছাড়া শাহরুখ খানের ‘পঠান’-এও অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।
ঠিকানা/এম