নতুন সিনেমায় রাশমিকা

ঠিকানা অনলাইন : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘ক্রিক পার্টি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। অভিষেক চলচ্চিত্র তাকে লাইমলাইটে নিয়ে আসে। ২০১৮ সালে ‘চালু’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন রাশমিকা। তারপর আর পেছনে তাকাতে হয়নি। কাজ করেছেন বহু ব্যবসাসফল সিনেমায়। তবে নিজ ঘর অর্থাৎ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে দক্ষতার সঙ্গে নিজের সফলতার প্যারামিটার ঠিক রাখেন রাশমিকা। কিন্তু দক্ষিণী সিনেমার পাশাপাশি নাম লেখান বলিউডেও। ‘গুডবাই’ এবং ‘মিশন মজনু’ হয়নি ব্যবসাসফল। এ পরিস্থিতিতে তেলেগু ভাষার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন রাশমিকা।

সূত্রমতে, ভেঙ্কি কুডুমুলার পরিচালনায় রাশমিকা তেলেগু ভাষার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলেছেন, রাশমিকা তার নিজ ঘর ছেড়ে বলিউডে নিজের জায়গা গড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অবশেষে নিজের ঘরেই ফিরলেন নায়িকা। রাশমিকার হাতে এখন দু’টো সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে তার তৃতীয় হিন্দি সিনেমা ‘অ্যানিমেল’। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত বড় বাজেটের সিনেমাটি আগামী ১১ই আগস্ট মুক্তি পাবে। অন্যদিকে বহুল আলোচিত ‘পুষ্পা টু’ সিনেমার কাজ রাশমিকার হাতে রয়েছে। চলতি বছরে মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমাটি।

ঠিকানা/এম