ইছমত হানিফা চৌধুরী :
সুরমার জলে ভাসে
সিলেটের চোখ
কাজল লেপ্টে হাসে
ভালো লাগা সুখ।
কিন ব্রিজ থেকে টেমস
কিংবা হাডসন
সুরমা হলো বুকের সাথে জড়িয়ে
থাকা আমার প্রিয়জন।
সুরমা শুধু নদী নয়
সুরমা বুকে আছে আঁকা
বাংলাদেশের ছবি
এই ছবিটা বুকে রাখি।
কাজের ফাঁকে তাকিয়ে দেখি
এই ছবিটা তোমার কাছে
কেবল ফিরে যাবার
এক মুঠো রোদ এক মুঠো বৃষ্টি
সুরমার পাড়ের সিলেট হলো
পৃথিবীর সেরা সৃষ্টি।