ঠিকানা রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এমন যারা মেডিকেড এবং চিলড্রেনস হেলথ ইন্স্যুরেন্স প্রোগ্রামের (চিপ) সুবিধাগুলো ব্যবহার করেন তাদের অভিবাসন মর্যাদা হারানোর কোনো আশঙ্কা নেই। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) গত ৮ সেপ্টেম্বর একথা জানিয়েছে।
নিয়মটি স্পষ্ট করে যে যারা নাগরিক নন কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুরোধ করছেন বা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করছেন তাদের বেশিরভাগ মেডিকেড বা চিপ সুবিধা ব্যবহার করার জন্য পাবলিক চার্জ ভুক্ত হওয়ার সম্ভাবনা নেই। এ ব্যাপারে তাদের শ্রেণিবদ্ধ করা হবে না। পাবলিক চার্জ রুল কাউকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের অগ্রহণযোগ্য করে তুলতে পারে।
সিএমএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রুলটি স্পষ্ট করে দিয়েছে যে, একজন ব্যক্তির অক্ষমতা বা একা সুবিধা ব্যবহারের মতো ব্যক্তিগত কারণগুলো পাবলিক চার্জ নির্ধারণে কোনো ভূমিকা রাখবে না।
গত ২৩ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া চূড়ান্ত নিয়মটি মেডিকেড বা অন্য প্রোগ্রামের জন্য যোগ্যতা বৃদ্ধি করেনি, তবে প্রাপকদের জন্য ডিএইচএস নীতি স্পষ্ট করেছে।
এইচএইচএস মন্ত্রী জেভিয়ার বেসেররা বলেছেন, ‘মেডিকেড, চিপ এবং অন্যান্য স্বাস্থ্য প্রোগ্রামের জন্য যোগ্য ব্যক্তিরা অভিবাসন অবস্থাকে ঝুঁকিতে ফেলার আশঙ্কা ছাড়াই প্রয়োজনীয় সেবা পাবেন। আমরা কোভিডের সময় যেমনটা করেছি সেরকমই করা হবে। আমরা আমেরিকান সকলের জন্য জনস্বাস্থ্যের উন্নতির স্বার্থে আমাদের হাতে থাকা স্বাস্থ্যসেবা এবং অন্যান্য পরিষেবাগুলো ব্যবহার করি।’