নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত গণমিছিল উপলক্ষে আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল।

ঠিকানা অনলাইন : বিএনপির যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল করবে বিএনপি। আজ ৩০ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ৩টার দিকে নয়াপল্টন ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে গণমিছিল বের করবে সরকারবিরোধী দল ও জোটগুলো।

এরইমধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের ঢল নেমেছে। ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে নয়াপল্টন সড়ক।

গণমিছিলে অংশ নিতে ঢাকার বাইরের জেলাগুলো থেকেও এসেছেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে পূর্বনির্ধারিত স্থানে জায়গা নিয়েছেন। নয়াপল্টন ও তার পার্শ্ববর্তী এলাকার প্রতিটি মোড়ে মোড়ে ভিড় করছেন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণমিছিলের শুরুতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। সেখান থেকে ঘোষিত হবে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি। কর্মসূচি ঘোষণার পর গণমিছিল নিয়ে মগবাজার মোড় ঘুরে ফের নয়াপল্টনে আসবেন দলটির নেতাকর্মীরা।

ঠিকানা/এসআর