ঠিকানা রিপোর্ট: অপ্রাপ্ত বয়স্কা স্টেপডটারকে প্রহার, ধর্ষণ এবং অবৈধ যৌন মিলনের মাধ্যমে গর্ভবতী করার দায়ে নরপশু লরেঞ্জো আর্লিনকে ১৫০ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। কুইন্স সুপ্রিম কোর্টের বিজ্ঞ জাস্টিস কেনেথ হোল্ডার ৪৩ বছর বয়স্ক শয়তান আর্লিনকে উক্ত দন্ডাদেশ প্রদান করেছেন বলে ১৫ এপ্রিল জানা যায়।
প্রসেকিউটরগণ জানান, অনেকটা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে নরপশু আর্লিন নির্যাতিতা বালিকা এবং তার বোনকে ২০০৫ সাল থেকে পাশবিক নির্যাতন ও যৌন মিলনে বাধ্য করেছিল। বালিকাটি আরও জানায় ২০০৫ সালে তাদের জননী পক্ষাঘাতগ্রস্ত হয়ে কয়েক মাস হাসপাতালে কাটিয়েছিল। এ সময় থেকে নরপশু আর্লিন তাদের জোর করে শয্যাসঙ্গী করেছিল এবং ২০১৫ সালে পাষন্ড আর্লিন গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত ১০ বছরে তারা ৮ বার গর্ভবতী হয়েছিল। ২০১৫ সালে একজন বালিকা গোপনে স্কুল কর্মকর্তাদের এই লোমহর্ষক ও বর্বর কাহিনী বলার পর ইন্দ্রিয়পরায়ণ আর্লিনকে গ্রেপ্তার করা হয়।
আদালতের নথিপত্র থেকে জানা যায় মানুষ খুনের দায়ে পাষন্ড আর্লিনকে ফ্লোরিডার কারাগারে কয়েক বছর কাটিয়েছিল। কারামুক্তির প্রায় ১ বছর পর সে নির্যাতিত বালিকাদের মায়ের ফার রকওয়ের গৃহে উঠে এবং এর পর থেকে যৌনাচারে লিপ্ত হয়।