নরসিংদী জেলা সমিতির অভিষেক : দায়িত্ব নিল নতুন কমিটি

ঠিকানা রিপোর্ট : নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্কের নবনির্বাচিত কমিটির অভিষেক নরসিংদী জেলা সমিতির অভিষেক সম্পন্ন হয়েছে। ১৩ মার্চ সোমবার সন্ধ্যায় কুইন্স প্যালেসে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা সিডিপ্যাপের প্রেসিডেন্ট ও সিইও আবু জাফর মাহমুদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মিনিস্টার (ইকোনমিক) মো. মাহমুদুল হাসান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, জেবিবিএর সাধারণ সম্পাদক তারেক হাসান খান, নরসিংদী জেলা সমিতির প্রাক্তন চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টি ডা. নাজমুল এইচ খান, ইয়েলো সোসাইটি নিউইয়র্ক ইনকের সভাপতি সালমান জাহিদ জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হোসেন প্রমুখ। এ ছাড়া কমিউনিটির বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ জে মোল্লা সানি, সমন্বয়কারী মাসুদ ভূঁইয়া, সদস্যসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান, সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতায় ছিল উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটি। বিশেষ দায়িত্ব পালন করেন মো. রাশেদুল কবির সজল।
অনুষ্ঠানে যেসব কর্মকর্তা অভিষিক্ত হলেন, তাদের মধ্যে ছিলেন নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনকের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম গফুর, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুবুর রহমান, ইসমাইল হোসেন ও মো. ইকবাল এ ভূঁইয়া, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আহসানুল হক বাবুল, অর্গানাইজিং সেক্রেটারি মো. জে রহমান, ট্রেজারার মো. মাহবুবুল আলম, সোশ্যাল ওয়েলফেয়ারের সেক্রেটারি ইয়াসিন মিয়া, অফিস সেক্রেটারি ওয়ালিউল্লাহ খন্দকার সুমন, কালচারাল সেক্রেটারি মো. সাইফুর রহমান, পাবলিসিটি সেক্রেটারি মো. রাশেদুল কবির সজল, ওমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি তোহরা বেগম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি মোহাম্মদ গোলাম মোস্তফা, এক্সিকিউটিভ মেম্বার মোহাম্মদ জে মোল্লা সানী, মো. হারুন অর রশিদ, তরিকুল ইসলাম তুহিন, মাসুদ ভূঁইয়া, মো. মাহবুবুর রহমান, সন্তোষ সাহা, সালাউদ্দিন খান, মো. গোলাম কিবরিয়া, কাজী কামরুজ্জামান, নিরঞ্জন বণিক, মতিউর রহমান, মোহাম্মদ উজ্জ্বল মাহবুব, আব্দুল কাইয়ূম, মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন রানী নেওয়াজ, শাহ মাহবুব, শশীসহ প্রবাসের বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী।