নরসিংদী জেলা সমিতির নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক

নিউইয়র্ক : নরসিংদি জেলা সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক। ছবি-ঠিকানা।

ঠিকানা রিপোর্ট: প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন নরসিংদী জেলা সমিতির নব নির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তিন পর্বে বিভক্ত জমকালো এই অনুষ্ঠানটি গত ১০ মার্চ সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়। হল ভর্তি অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি জাহিদুল হক খান অরুণ এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি আহসান হাবিব। আশরাফুল হাসান বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান কস্টাকন্টাডিস, নিউইয়র্কস্থ বাংলাদেশ

নিউইয়র্ক : সভাপতি আহসান হাবিবকে কাউন্সিলম্যানের সাইটেশন প্রদান। ছবি-ঠিকানা।

কন্স্যুলেটের ফার্স্ট সেক্রেটারি শামীম হোসেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. নাজমুল এইচ খান, উপদেষ্টা মোহাম্মদ কুতুব উদ্দিন, আহবায়ক মোহাম্মদ হারুণ অর রশীদ, প্রধান সমন্বয়কারী আনোয়ার হোসেন, সদস্য সচিব এহসানুল হক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, মূলধারার রাজনীতিবিদ ও আইনজীবী এন মজুমদার, এটর্নী

নিউইয়র্ক : নরসিংদি জেলা সমিতির অনুষ্ঠানে সুধীর একাংশ। ছবি-ঠিকানা।

প্যারি ডি সিলভা, মূলধারার রাজনীতিবিদ মুর্শেদ আলম, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান, ফখরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মোহাম্মদ মাহবুবুর রহমান, নব নির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল হক, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী নয়ন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কর্ণেল (অব) আরিফ রেজা প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের, এনওয়াই ইন্স্যুরেন্সে প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, বৃহত্তর কুমিল্লা সমিতির সহ সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, মানিকগঞ্জ সমিতির সাবেক সভাপতি মোসলেম উদ্দিন খান, ডিউজ খান, মোহাম্মদ ডিউক, এনাম চৌধুরী, মিজানুর রহমান, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার রুহুল আমিন সরকার, মিনহাজ আহমেদ সাম্মু প্রমুখ।

নিউইয়র্ক : বিদায়ী সভাপতিকে নবনির্বাচিত সভাপতির ক্রেস্ট প্রদান। ছবি-ঠিকানা।

অভিষিক্ত কর্মকর্তারা হলেন- সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল হক, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহ সভাপতি মোহাম্মদ হারুণ অর রশীদ, মোহাম্মদ জসীম উদ্দিন খন্দকার, মোহাম্মদ মাহবুবুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুহীন, সাংগঠননিক সম্পাদক মোহাম্মদ এহসানুল হক বাবুল, কোষাধ্যক্ষ মোহাম্মদ আমজাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান ভ‚ইয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম কামাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ হাসিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মাছুমা আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল এ ভ‚ইয়া, কার্যকরি সদস্য মোহাম্মদ জাহিদুল হক খান অরুণ, আজহারুল ইসহাক খোকা, মোহাম্মদ মাহবুবুর রহমান, ভুইয়া মাসুদ, সালাহ উদ্দিন খান তুহিন, মোহাম্মদ মতিউর রহমান, গোলাম কিবরিয়া ও আসাদুজ্জামান।

নিউইয়র্ক : বিদায়ী সাধারণ সম্পাদককে নবনির্বাচিত সম্পাদকের ক্রেস্ট প্রদান। ছবি-ঠিকানা।

কাউন্সিলম্যান কস্টাকান্টাডিস বলেন, আমি বাংলাদেশী কম্যুনিটির সাথে দীর্ঘ দিন যাবত কাজ করছি। কাজ করতে গিয়ে দেখেছি যে, নিউইয়র্কে বাংলাদেশীদের সংখ্যা দিন দিন বাড়ছে। তারা কঠোর পরিশ্রমী এবং সৎ। তারা নিউইয়র্ক সিটির উন্নয়নে কাজ করছে। তিনি বলেন, আমি বাংলাদেশী কম্যুনিটির সাথে আছি এবং থাকবো। তিনি সবাইকে কুইন্স বরো প্রেসিডেন্ট পদে তাকে ভোট দেয়ার আহবান জানান।

নিউইয়র্ক : নরসিংদি জেলা সমিতির অনুষ্ঠানে সুধীর একাংশ। ছবি-ঠিকানা।

প্রধান উপদেষ্টা নাজমুল এইচ খান বলেন, প্রবাসে নরসিংদী সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

নিউইয়র্ক : নরসিংদি জেলা সমিতির অনুষ্ঠানে সুধীর একাংশ। ছবি-ঠিকানা।

নব নির্বাচিত সভাপতি আহসান হাবিব বলেন, আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আপনাদের সহযোগিতায় যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। তিনি বলেন, আমাদের কমিটি নরসিংদী জেলা সমিতিকে একটি আদর্শ সংগঠনে পরিণত করবো।

নিউইয়র্ক : নরসিংদি জেলা সমিতির অনুষ্ঠানে সুধীর একাংশ। ছবি-ঠিকানা।

বিদায়ী সভাপতি জাহিদুল হক খান বলেন, আমি সভাপতি হিসাবে না থাকলেও এই সংগঠনের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল হক অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কাউন্সিলম্যান কস্টাকন্টাডিস নব নির্বাচিত সভাপতিসহ সংগঠনের ১০ জন কর্মকর্তাকে সাইটেশন প্রদান করেন। এ ছাড়াও নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক বিদায়ী সাধারণ সম্পাদকে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে সকল অতিথিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। বের করা হয় একটি স্মরণিকা।

(বাঁ থেকে) সঙ্গীত পরিবেশনায় শায়রা, সঙ্গীত পরিবেশনায় রানো নেওয়াজ, সঙ্গীত পরিবেশনা রোকসানা মির্জা

অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শায়রা রেজা, কামরুজ্জামান বকুল, রোকসানা মির্জা, রানো নেওয়াজসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন মোহাম্মদ আজিজুল ইসলাম, গীতা পাঠ করেন সবিতা দাস। অনুষ্ঠানে প্রয়াত সংসদ সদস্য আব্দুল আলিম মৃধাসহ নরসিংদীর যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করা হয়। এ ছাড়া সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত।