ঠিকানা রিপোর্ট : নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এই কমিটির সভাপতি হয়েছেন আনোয়ার হোসেন এবং সম্পাদক হয়েছেন ফিরোজ আহমেদ। ২ জানুয়ারী সোমবার জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন নতুন ২৭সদস্য বিশিষ্ট কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। এসময় দুই নির্বাচন কমিশনার সামসুল হক ও ইকবাল কবির উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আজহারুল ইসহাক খোকা, জাহিদ খান অরুণ ও সাবেক সাধারণ সম্পাদক জসিম খন্দকারসহ কমিটির অপর সদস্যবৃন্দ। পরবর্তিতে সকলে নতুন কমিটির কর্মকর্তাদের অভিনন্দন জানান। এর আগে ২১ ডিসেম্বর জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে নরসিংদী জেলা সমিতির নির্বাচন কমিশনের সভায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে মনোনয়নপত্র জমা নেয়া হয়। সেখানে ‘আনোয়ার-ফিরোজ’ পরিষদের একটি মাত্র প্যানেলের মনোনয়ন জমা পড়ে। যাচাই-বাছাই করে ২৭ জনের মনোনয়নপত্র গৃহিত হয়। পরে নির্বাচন কমিশনের প্রধান জাকির হোসেন সকলকে নির্বাচিত ঘোষণা করেছেন। নতুন কমিটির সভাপতি করা হয় মো: আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সিনিয়র সহ সভাপতি শামীম গফুর, কোষাধ্যক্ষ মো: মাহবুবুল আলমকে। নব নির্বাচিত কমিটি শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করে। নবনির্বাচিত সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ এই প্যানেলকে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সকলের সহযোগিতায় সমিতিকে গতিশীল,দায়বদ্ধ,নিরপেক্ষ ও সততার সাথে পরিচালনা করার আশ্বাস দেন। শপথ গ্রহণ শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।