নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের অন্যতম সামাজিক সংগঠন নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক-এর ২০১৯-২০২০ মেয়াদের নতুন কার্যকরী কমিটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল হক। গত ১৪ অক্টোবর জ্যামাইকার চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে নবনির্বাচিত কমিটির নাম ঘোষষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহবুব হোসেন। এ সময়ে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য সাইফুল ইসলাম ভুঁইয়া ও মোঃ জসিম উদ্দিনসহ সংগঠনের সদস্যবৃন্দ। নির্বাচন পরিচলানার লক্ষে কার্যকরী কমিটি তিন সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন যথারীতি নির্বাচনী তফসিল ঘোষণা করে।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমিতির সদস্যগণ মনোয়নপত্র ক্রয় ও জমাপ্রদান করেন এবং সমিতির একতা ও সৌহার্দের ঐতিহ্য অনুসারে শেষ পর্যন্ত একটি অভিন্ন প্যানেল চুড়ান্তভাবে প্রার্থিতা বহাল রাখে। ফলশ্রুতিতে প্রত্যক্ষ ভোটদান ব্যতীত সর্বসম্মতভাবে ২০১৯-২০২০ মেয়াদের জন্য নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক-এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। হৃদ্যতা, একতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে যথাযথ প্রক্রিয়ায় এমন একটি কার্যকরী কমিটি উপহার দেয়ায় নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্কের প্রাক্তন ও নব-নির্বাচিত কমিটি এবং সাধারণ সদস্যগণ নির্বাচন কমিশনকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। নতুন কার্যকরী কমিটি নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্কের মাধ্যমে কম্যুনিটির সেবা ও সংহতিপূর্ণ কার্যক্রম আরও বেগমান করার প্রত্যয় ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।