নরসিংদী জেলা সোসাইটির নির্বাচন সম্পন্ন

সভাপতি আখতার সেক্রেটারি আমিনুল

আখতার বাবুল ও আমিনুল হক

ঠিকানা রিপোর্ট : নরসিংদী জেলা সোসাইটির সভাপতি হিসেবে আখতার বাবুল এবং সেক্রেটারি পদে আমিনুল হক নির্বাচিত হয়েছেন। গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার নূরুজ্জামান আলী, কমিশনার রবীন্দ্র চন্দ্র বর্মণ ও কমিশনার সুলতান উদ্দিন আহমদ। নির্বাচন কমিশন মো. সুলতান উদ্দিন আহমদ ও রবীন্দ্র চন্দ্র বর্মণ গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী সভাপতি ও সম্পাদক পদের দুই প্রার্থীর নাম উপস্থাপন করলে কণ্ঠভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।


নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা করেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আলামীন রাসেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্কের লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবীব, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা ওসমান গনি, আগামী সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক্ট-২৪ এর কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ রাব্বী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহসান হাবীব, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির সভাপতি মো. মজনু, বাগেরহাট সোসাইটির সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক পরিচালক আলতাব হোসেন, ডা. শেখ ইউছুফ, সাবেক পরিচালক হুমায়ুন কবির, সাবেক সাংস্কৃতিক সম্পাদিকা তুহিন আজাদ রুজী, সাবেক কোষাধ্যক্ষ মো. নূরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. মজিদ ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক কাজী আমজাদ হোসেন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সদস্য আ. মালেক ভূইয়া, শফিকুর রহমান, মুশফিকুজ্জামান ঝন্টু, রাশেদুর রহমান খান, রাহুল বর্মণ, সেলিম সরকার, সুদেব সরকার, রিপন সরকার, আলী আসাদ প্রমুখ।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। শিল্পীরা গান শুনিয়ে সবাইকে আনন্দে মাতিয়ে রাখেন। গান পরিবেশন করেন নিউইয়র্কের নিয়মিত শিল্পী ইফাত জাহান, তুহিন আজাদ রুজী, নির্জন, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। মধ্যরাত পর্যন্ত চলে আনন্দ অনুষ্ঠান। পাশাপাশি ছিল নৈশভোজের আয়োজন। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।