নর্থ ক্যারোলিনায় গাছ পড়ে ২ সাংবাদিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ঝড়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই সাংবাদিক। সোমবার (২৮ মে) নর্থ ক্যারোলিনার পোক কাউন্টিতে চলমান ঝড়ের ওপর প্রতিবেদন তৈরি করতে যান ডব্লিউওয়াইএফএফ চ্যানেলের প্রতিবেদক মাইক ম্যাককরমিক ও ফটোসাংবাদিক অ্যারন ম্লেতজার। এসময় তাদের গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মারা যান দুজনই।
২০০৭ সাল থেকে টিভি স্টেশনটিতে কাজ করছিলেন ম্যাককরমিক। প্রথমে প্রতিবেদক হিসেবে ক্যারিয়ার শুরু করেন, এরপর উপস্থাপক। পেশাগত কারণেই বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করতে হয়েছে। এবারও ঝড়ের ঝুঁকিকে উপেক্ষা করে এগিয়ে গিয়েছিলেন কাজে। তবে আর ফেরা হলো না।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, ভারী বর্ষণের মাটি নরম হয়ে গেছে। গাছের শেকড় অনেক দুর্বল হয়ে যায়। সেজন্য বড় একটি গাছ পড়ে যায় গাড়ির ওপর।
টায়নের ফায়ার সার্ভিসের প্রধান জফরি টেন্যান্ট বলেন, ঘটনার কিছুক্ষণ আগেই তিনি ম্যাককরমিককে সাক্ষাতকার দিচ্ছিলেন। তখনও ভাবতে পারেননি এমন কিছু হতে পারে।
তিনি বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখতে পারি, এমন দুজন মানুষ ‍লুটিয়ে আছেন, যাদের সঙ্গে ১০ মিনিট আগেও দেখা হয়েছে আমার।’
সাক্ষাৎকারে টেন্যান্ট বলেছিলেন, ‘এই ঝড়ে কিভাবে নিরাপদ থাকতে পারবেন সে বিষয়ে বলছিলাম আমি। তিনিও পরামর্শ দিচ্ছিলেন।’ কিন্তু তার ১০ মিনিট পরেই ঘটলো দুর্ঘটনা। ঝড়ে গেল তাজা দুটি প্রাণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাছ উপরে পড়ার পরও ইঞ্জিন চলছিল। কর্মকর্তাদের বলছেন, ‘এটা প্রকৃতির খেলা। বিষয়টা দুঃখজনক। কিন্তু গাছের শেকর দুর্বল হয়ে যাওয়াতেই দুর্ঘটনাটি ঘটে।