নর্থ বেঙ্গল ফাউন্ডেশন: রাফেল সভাপতি ও আশরাফ সাধারণ সম্পাদক

ঠিকানা রিপোর্ট: প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। দু ভাগে বিভক্ত নর্থ বেঙ্গল ফাউন্ডেশনে ঐক্যের সুর উঠায় মুরব্বীরা কয়েকবার বৈঠক করার পরও শেষ পর্যন্ত ঐক্য হয়নি। এক পক্ষ আগেই কমিটি ঘোষণা করে দেয়ায় অপর পক্ষেরও কমিটি গঠন করা ছাড়া গত্যন্তর ছিলো না। সেই কমিটি ঘোষণা করা হয় গত ১৩ মে দুপুরে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে।
তিন পর্বে বিভক্ত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মোহাম্মদ আতোয়ারুল আলম এবং পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম। অনুষ্ঠানের প্রথম পর্ব ছিলো নতুন কমিটি ঘোষণা, দ্বিতীয় পর্বে ছিলো মা দিবস পালন এবং শেষ পর্বে ছিলো যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলী বুলুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া।
নব নির্বাচিত কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আসেফ বারী টুটুল। এ সময় নির্বাচন কমিশনের সদস্য নূরুল ইসলাম সাজু, কামরুজ্জামান কামরুল ও শাহীন আলম উপস্থিত ছিলেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, ক্রীড়া সম্পাদক নওশেদ আহমেদ, কার্যকরি সদস্য আজাদ বাকির, সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আমিনুল ইসলাম ঝন্টু, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, গিয়াস মজুমদার, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উপদেষ্টা মিজানুর রহমান, নূরুল ইসলাম বর্ষণ, রুহুল আমিন সরকার, রাফেল তালুকদার, সিনিয়র সহ সভাপতি আবু কামাল পাশা, নব নির্বাচিত সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফতেহ নূর আলম বাবু, হেলাল উদ্দিন, সাইফুল বারি সফি প্রমুখ। অনুষ্ঠান উদ্বোধন করেন কবি সালেম সুলেরী।


নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি রাফেল তালুকদার, সিনিয়র সহ সভাপতি আবু কামাল পাশা, সহ সভাপতি ফাহাদ সোলায়মান, সহ সভাপতি ফতেনূর আলম বাবু সহ সভাপতি হেলাল উদ্দিন সহ সভাপতি আজিবুর রহমান পাতা, সহ সভাপতি মোহাম্মদ সাইফুল বারী শফি, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাব্বত আলী আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন জনি, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল আহমেদ আরিফ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল মামুন, ত্রুীড়া ও বিনোদন সম্পাদক মো: বকুল মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিলন কুমার রায়, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আলিম, আপ্যায়ন সম্পাদক তালুকদার শামীম সবুজ, মহিলা সম্পাদক অধ্যক্ষ রোকসানা খানম, দপ্তর সম্পাদক মো: রুহুল আমিন, আন্তর্জাতিক সম্পাদক আবু জহির আতিক, তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুব জামিল দুলু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী এবং কার্যকরী সদস্যবৃন্দ: মো: আতোয়ারুল আলম, হোসেন সোহেল রানা, শাহ আফজাল হোসেন, প্রফেসর রেজাউল করিম, ফারুক হোসেন মিঠু, মনোয়ারুল ইসলাম, আব্দুল মোতালেব, মোহাম্মদ আব্দুল জলিল, মোহাম্মদ কাশেম।

জেলা প্রতিনিধি: পঞ্জগড় তাসকিন এইচ বিলাল, দিনাজপুর মোঃ শফি উল্লাহ ঠাকুরগাঁও রেজোয়ানুল ইসলাম, নীলফামারী মোস্তাফিজুর রহমান, রংপুর বাকী বিল্লাহ ফরিদী শিপন, রংপুর, লালমনির হাট আব্দুস সালাম, কুড়িগ্রাম মমিনুর রহমান জয়পুর হাট, কামরুল ইসলাম জুয়েল, গাইবান্ধা মঞ্জুরুল ইসলাম, বগুড়া মোফাজ্জল আলী হায়দার, নাটোর মো: ইয়াকুব মিঠু, নওগাঁ মো: মুজিবুল খান তপু , রাজশাহী মো: কাওছার আলী, চাপাইঁ নবাবগঞ্জ ফজলুর রহমান, পাবনা মোয়াজ্জেম হোসেন, সিরাজগঞ্জ ফারুক হোসেন রনি।
অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন রতনুজ্জামান নয়ন, শাহ আফজাল হোসেন, হোসেন সোহেল রানা, ফারুক হোসেন, এ কে এম রশিদ, রায়হান তাজ, মনিরুল ইসলাম, মোস্তফা কামাল মামুন, রুবেল হাসান মুন্সি, তানজিলা আহমেদ, আফতাব উদ্দিন জয় প্রমুখ।
বিদায়ী সভাপতি মোহাম্মদ আতোয়রুল আলম বলেন, আপনারা আমাদের যে দায়িত্ব দিয়েছেন আমরা সকলের সহযোগিতায় পালন করার চেষ্টা করেছি। আগামীতেও আমি এই সংগঠনের সাথে থাকবো।
সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম। আমি সাধারণ সম্পাদক হিসাবেই দায়িত্ব পালন করে আসছি। আমি চেষ্টা করেছি এই সংগঠনকে প্রবাসের আদর্শ সংগঠন হিসাবে পরিচালিত করতে। এমনকি ঐক্যের জন্যও দরজা খুলে দিয়েছিলাম। আমরা যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলাম কিন্তু ক্ষমতালোভীদের কারণে ঐক্য হয়নি। তিনি বলেন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন আমার আত্মার সংগঠন। এই সংগঠনকে এগিয়ে নিতে আমি সব সময় প্রস্তুত থাকবো।


নব নির্বাচিত সভাপতি রাফেল তালুকদার এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান তাদের দায়িত্ব দেয়ার জন্য নর্থ বেঙ্গলবাসীর প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন এবং এই সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষ পর্বে উপস্থিত সকল মাদের সম্মানে কেক কেটে মা দিবস পালন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ফারহানা আফরোজ লিজা, তহুরা পারভীন, আলিফ লায়লা, রোকসানা ইসলাম, তানজিনা শারমিন, মিসেস রুহুল আমিন, আলিয়া রহমান লাইজু, নাসরিন মতিন, হিমু প্রমুখ।