মনজুর কাদের :
যেই বয়সে ক্রিকেটার হবে
ব্যাট চালাবে মাঠে
তোমার সুরের মূর্ছনাতে
উত্তাল হবে শ্রোতা
তোমার লেখা কবিতা পড়ে
তরুণীরা হবে মুগ্ধ
শিক্ষালয়ের তুমুল আড্ডায়
তুমিই মধ্যমণি
কচিকাঁচাদের মডেল হবে
স্বপ্নের বাতিঘর
মৃতপ্রায় যত তোমাকে দেখে
বাঁচার প্রেরণা পাবে
ভাইবোনগুলো উন্মুখ হবে
ভাইয়া ফিরবে ঘরে
হাত ধরে তাদের পথ দেখাবে
দেখতে পায় না যারা
ভিখিরির হাত তুমি করে দাও
কর্মীর হাতিয়ার
মরণাপন্ন মানুষ বাঁচাতে
তোমরাই দাও রক্ত
সেই তুমি কি না ধর্মের নামে
রক্তের খেল হোলি
এতটাই তুমি তাজ্জব করেছ
তলোয়ার নিয়েছ হাতে
দেশি-বিদেশি ধর্মের ভেদ
কোথায় শিখেছ বাছা
কোন ভালোবাসার অভাবে তোমার
সব ভালোবাসা উধাও
এই যে দ্যাখো বাড়িয়েছি হাত
কত ভালোবাসা নেবে নাও
ধর্ম বর্ণ জাত পাত ভেদে
আমরাও ভালোবাসা চাই