নাটোরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে-নাতির মৃত্যু

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : নাটোরের লালপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। ১৮ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার লালপুর-গোপালপুর সড়কের ডেবরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বিরোপাড়া গ্রামের একই পরিবারের শহিদুল ইসলাম (৬০), তার ছেলে সোহাগ (৩০) ও নাতি ইভান (৫)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শহিদুল ইসলাম তার ছেলে ও নাতিকে নিয়ে লালপুরে দাওয়াত খেতে যাচ্ছিলেন। সোহাগ ডিসকভারি মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় ডেবরপাড়া পৌঁছালে লালপুর থেকে ছেড়ে আসা জিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত নিহতের পরিবারের কাছে মৃতদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। বাসটি থানায় আনা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে।

ঠিকানা/এনআই