ঠিকানা অনলাইন : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওলাদ হোসেন (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
১৮ মার্চ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রানা মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ভবনে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা আহত একজনের মৃত্যু হয়েছে।
ঠিকানা/এনআই